আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা: দুর্গাপুজোর আগেই উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত জগদ্দল থানা এলাকায় উদ্বোধন হল নতুন এসিপি অফিসের। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার মনোজ ভার্মা ফিতে কেটে নতুন এসিপি কার্যালয়ের সূচনা করেন। জগদ্দল, নোয়াপাড়া ও ভাটপাড়া এই তিনটি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও বেশি আঁটোসাঁটো হবে নতুন এই এসিপি অফিস চালু হওয়ায়।
এসিপি অরিন্দম পাল চৌধুরী এই কার্যালয়ের দ্বায়িত্ব পালন করবেন। জগদ্দলের এই নতুন এসিপি অফিস থেকে এ বছরের নোয়াপাড়া, জগদ্দল ও ভাটপাড়া থানা এলাকার বেশ কয়েকটি দুর্গা পুজো উদ্যোক্তাদের রাজ্য সরকারের দেওয়া ৫০ হাজার টাকার চেক প্রদান করেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। মনোজ ভার্মা নতুন এসিপি কার্যালয়ের উদ্বোধন করে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে বলেন, “করোনা থেকে দূরে থাকতে পুজোয় সর্বদা রাজ্য সরকারের নিয়মাবলি সকলকে মেনে চলতে হবে। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক। সামাজিক দূরত্ব বজায় রেখে প্যান্ডেলে ঠাকুর দেখতে হবে। পুলিশ কর্মীরা নাগরিকদের ২৪ ঘণ্টা পরিষেবা দিতে প্রস্তুত।”