আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৮ সেপ্টেম্বর: উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত থানায় রাজ্য সরকারের নির্দেশে মঙ্গলবার পুলিশ দিবস পালিত হল। বারাসাত পৌরসভার উদ্যোগে সমাজ বন্ধু নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা বারাসাত পৌরসভার সঙ্গে যৌথ ভাবে হাত মিলিয়ে বারাসাত থানায় এসে করোনা যোদ্ধা হিসেবে পুলিশ কর্মীদের এদিন সন্মানিত করে। বারাসাত থানার পুলিশ আধিকারিক, সব এসআই, এএসআই ও অন্যান্য পুলিশ কর্মীরা এদিন তাদের সমাজ বন্ধু ভূমিকা পালনের জন্য সম্মানিত হলেন। বারাসাত পৌরসভার পৌর প্রশাসক সুনীল মুখোপাধ্যায়ও এদিন বারাসাত থানার পুলিশ কর্মীদের সম্মানিত করেন।

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে চলতি মাসের ৭ তারিখ পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ১ তারিখ পুলিশ দিবস ঘোষণা হলেও তা পালিত হল ৮ তারিখ মঙ্গলবার।


