আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৯ আগস্ট: ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি বাগুইআটিতে সঞ্জয় রায়কে নৃশংস খুন কাণ্ডে দোষী সাব্যস্ত মোট পাঁচ জনের যাবৎ জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা হল। এই হত্যাকাণ্ডের ঘটনায় ধৃত অপর চারজনকে আগেই উপযুক্ত তথ্যপ্রমাণের অভাবে ছেড়ে দেওয়া হয়েছিল। তার মধ্যে বাগুইআটির আইএনটিটিইউসি নেতা বাবাই বিশ্বাস ছিলেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি সকালে বাগুইআটি থানার জগৎপুর খালপাড়ে নৃশংস খুনের ঘটনায় এলাকায় প্রতিবাদী হিসেবে পরিচিত সঞ্জয় রায় ওরফে বুড়োকে গুলি ও বোমা মেরে খুন করা হয়। এই খুনে জড়িত থাকার অভিযোগে পুলিস রঞ্জু দে, কালীদাস আধিকারী, প্রবীর সরকার, টুকাই বিশ্বাস, বাপি রহমানকে গ্রেপ্তার করেছিল। খুনের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে আইএনটিটিইউসি নেতা বাবাই বিশ্বাস ছাড়াও গোপাল বিশ্বাস ওরফে ইঁদুর, মনোরঞ্জন সরকার ও দীপঙ্কর রায় ওরফে গ্যাস বাপিকেও পুলিস গ্রেপ্তার করেছিল। কিন্তু পরে তারা আদালতে তথ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস পায়। খুনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকা রঞ্জু, কালীদাস, প্রবীর, টুকাই ও বাপিকে আজ বারাসাত আদালতের বিচারক দোষী সাব্যস্ত করে যাবৎ জীবনের জন্য কারাবাসের নির্দেশ দেন।

