আমাদের ভারত,৬ মার্চ: সিএএ বিরোধী গোলমালে অভিযুক্তদের নাম ছবি ঠিকানা সহ হোডিং টাঙানো হল উত্তর প্রদেশের লখনৌতে। গন্ডোগোলে নষ্ট হওয়া পাবলিক প্রপার্টি বাবদ ক্ষতিপূরণ আদায় করা হবে এই অভিযুক্তদের কাছ থেকে বলে লেখা হয়েছে এই হোর্ডিংএ।
লখনৌয়ের গুরুত্বপূর্ণ মোড়ে লাগানো হয়েছে এই হোর্ডিং। যাদের বিরুদ্ধে মামলা চলছে এবং যারা ইতিমধ্যেই জামিনে মুক্তি পেয়েছে তাদের নাম ছবি দিয়ে এই হোডিং লাগানো হয়েছে। গত বছর ডিসেম্বরে নাগরিকত্ব আইনের প্রতিবাদ আন্দোলন থেকে ছড়িয়েছিল উত্তেজনা। এই গোলমালে প্রচুর পাবলিক প্রপার্টিজ যে নষ্ট হয়েছে তার ক্ষতিপূরণ এদের কাছ থেকে নেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল। হোর্ডিং-এ সেই সব গোলমালে অভিযুক্তদের নাম ছবি ঠিকানা দিয়ে এদের কাছে ক্ষতিপূরণ নেওয়া হবে বলে জানানো হয়েছে। হোডিং-এ আরও বলা হয়েছে, ক্ষতিপূরণের টাকা না দিলে এদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশেই এই হোর্ডিং লাগানো হয়েছে বলে খবর।
হোর্ডিং-এ যাদের নাম রয়েছে তাদের মধ্যে রয়েছেন রাজনীতিবিদ সাদাফ জাফর, আইনজীবী মোহম্মদ শোয়েব, নাট্যকর্মী দীপক কবির, প্রাক্তন আইপিএস অফিসার এসআর দারাপুরী। এরা সকলেই জামিনে ছাড়া পেয়েছেন। সরকার সম্পত্তি বাজেয়াপ্ত করলে এরা আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন।