আমাদের ভারত, হাওড়া, ১১ নভেম্বর: উলুবেড়িয়ার পর এবার আমতায় রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর সমর্থনে ব্যানার টাঙানো হল। এই নিয়ে চাঞ্চল্য হাওড়া গ্রামীণ জেলা রাজনীতিতে। কে বা কারা এই ব্যানার টাঙিয়েছে সেটা স্পষ্ট না হলেও রাজনীতিতে এই ব্যানার নিয়ে জল্পনা শুরু হয়েছে।
বর্তমান রাজ্য রাজনীতিতে শুভেন্দু অধিকারী এখন একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। ইতিমধ্যে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে মঙ্গলবার নন্দীগ্রামের সভা এখন চর্চার কেন্দ্রবিন্দু হয়েছে। এদিকে মঙ্গলবার যখন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সভা হচ্ছে তখন আমতা ২ নং ব্লকের জয়পুর ও অমরাগোড়িতে শুভেন্দু অধিকারীর সমর্থনে ব্যানার টাঙানো হল। যদিও কারা এই ব্যানার টাঙিয়েছে সেটা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। দাদার অনুগামী লেখা এই ব্যানারকে ঘিরে ইতিমধ্যে আমতায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার একইভাবে উলুবেড়িয়া শহরেও শুভেন্দু অধিকারীর সমর্থনে ব্যানার টাঙানো হয়েছিল। যদিও রাতে সেই ব্যানার খুলে ফেলা হয়।
এদিকে হাওড়া গ্রামীণ জেলার একের পর এক জায়গায় শুভেন্দু অধিকারীর সমর্থনে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, শুধু উলুবেড়িয়া বা আমতা নয় আগামী কয়েকদিনের মধ্যে আরো বেশ কয়েক জায়গায় শুভেন্দু অধিকারীর সমর্থনে ব্যানার টাঙানো হবে। তবে কারা এই ব্যানার টাঙাচ্ছে সেটা এখনো স্পষ্ট নয়। যদিও এই ব্যাপারে তৃণমূল নেতৃত্ব কোনও মন্তব্য করতে চায়নি।
হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন প্রান্তে শুভেন্দু অধিকারীর সমর্থনে টাঙ্গানো ব্যানার সম্পর্কে বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য জয় বন্দ্যোপাধ্যায় বলেন, এটা খুব তাৎপর্যপূর্ণ বিষয়। তবে গত ১৫/ ১৬ দিন ধরে যেভাবে শুভেন্দুবাবু নিজের উদ্যোগে সভা করছেন এবং সেই সভায় মানুষের উন্মাদনা যেভবে দেখা যাচ্ছে তাতে এটা নিশ্চিত রাজ্য রাজনীতিতে একটা বড় ঘটনা ঘটতে চলেছে। জয় বন্দ্যোপাধ্যায় বলেন, যদি শুভেন্দু অধিকারি বিজেপিতে যোগ দেন তাহলে আগামী বিধানসভা নির্বাচনে হাওড়া গ্রামীণ জেলায় বিজেপি ৮ টি আসনে জয়লাভ করবে।