সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৪ অক্টোবর: পুজোয় নিষিদ্ধ শব্দ বাজি ব্যবহার বন্ধে বাঁকুড়া শহরের বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে দশ লক্ষ টাকার বাজি বাজেয়াপ্ত করে। মহালয়ার দিন থেকেই কার্যত রাজ্যের শহরাঞ্চলে শারদিয়া উৎসব শুরু হয়ে গেছে। বাঁকুড়া শহরও তার ব্যতিক্রম নয়। পুজোর সময় শান্তি শৃঙ্খলা রক্ষায় সদা সতর্ক দৃষ্টি রেখে চলেছে জেলা পুলিশ।
শুক্রবার রাতে আচমকা হানা দিয়ে ১০ লক্ষ টাকার বাজি বাজেয়াপ্ত করেছে বাঁকুড়া সদর থানা। উৎসব প্রিয় বাঙালির কাছে মহালয়া শুরুর আগে থেকেই সারা রাত ধরে বাজি ফাটানোর রেওয়াজ রয়েছে। রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বজ্রকন্ঠ শুরু হতেই বাজির তীব্রতাও বাড়তে থাকে সূর্য না ওঠা পর্যন্ত। আর এটাকেই টার্গেট করে বাঁকুড়া জেলা পুলিশের বাঁকুড়া সদর থানা শনিবার দিন শুরুর আগেই হানা দেয় বাঁকুড়া শহরের বিভিন্ন বাজার এলাকার দোকানগুলিতে। বিভিন্ন প্রকার অবৈধ বাজি আটক করে। যাতে পুজোতে অবৈধ বাজি মজুত করে বিক্রি না করেন সেদিকে কড়া নজরদারি চলছে জেলাজুড়ে।

পুলিশ সুপার বৈভব তেওয়ারি জানান, বাঁকুড়া সদর থানার কাছে গোপন সূত্রে খবর আসে শহরের বিভিন্ন বাজারে অবৈধ বাজি মজুত হচ্ছে। পুলিশ মহালয়ার মাহেন্দ্রক্ষণটির জন্য অপেক্ষা করেছিল। সুযোগ মত পুলিশের একটি দল বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে বেশ অবৈধ বাজি আটক করে। তিনি বলেন, বাজেয়াপ্ত বাজির বাজার মূল্য ১০ লাখ টাকার বেশি।

