থ্যলাসেমিয়া মুক্ত সমাজ গড়তে বাঁকুড়া ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির প্রচারাভিযান

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৫ আগস্ট: থ্যলাসেমিয়া মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বাঁকুড়া ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি মানুষকে সচেতন করতে প্রচার অভিযান চালায়।মাচানতলা মোড়ে আকাশ মুক্ত মঞ্চে এক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের আগে কোষ্ঠী বিচারের পরিবর্তে রক্ত পরীক্ষা করার আবেদন জানানো হয়।

এছাড়াও থ্যলাসেমিয়া মুক্ত সমাজ গড়তে প্রতিটি মানুষের কি করনীয় তা প্রচারপত্রে বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়। সেই প্রচারপত্র জনসাধারণের হাতে তুলে দেওয়া হয়, একই সাথে থ্যলাসেমিয়া মুক্ত সমাজের আহ্বান জানানো কাপড়ের থলিও বিলি করা হয়। এই অনুষ্ঠানে সদর মহকুমা শাসক সুশান্ত কুমার ভক্ত, বাকুড়া মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিনের বিভাগীয় প্রধান ডাঃ আদিত্য সরকার, পুরপ্রধান অলকা সেন মজুমদার, উপ পৌরপ্রধান হিরণ চট্টরাজ সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

সোসাইটির সম্পাদক বিপ্রদাস মিদ্যা বলেন, আমাদের লক্ষ্য আর কোনও থ্যলাসেমিয়া আক্রান্ত শিশু যেন জন্ম না নেয়। এজন্যই আমরা বিয়ের আগে রক্ত পরীক্ষার জন্য প্রচার ও মানুষকে সচেতন করে চলেছি। কারণ থ্যলাসেমিয়া মুক্ত সমাজ গড়তে অর্থাৎ আর যেন কোনো থ্যলাসেমিয়া আক্রান্ত শিশু না জন্মায় তা নিশ্চিত করতে বিয়ের পূর্বেই স্বামী স্ত্রী উভয়েরই রক্ত পরীক্ষা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *