সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৭ আগস্ট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া জেলা ভাগের সিদ্ধান্ত ঘোষণা করতেই বাঁকুড়াবাসী ক্ষোভে ফেটে পড়েছিলেন। এবার পথে নামলেন সাধারণ মানুষ থেকে নাট্য কর্মী, শিল্পী কলাকুশলী ও বিশিষ্ট জনেরা। তাদের সাথেই পা মেলালেন আদিবাসীরাও।
বাঁকুড়া জেলা ভাগের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ মাচানতলা মোড় থেকে শুরু করে এক প্রতিবাদী মিছিল শহর পরিক্রমা করে। মা সারদামণির বাঁকুড়াকে ভাগ করতে দেব না বলে অঙ্গীকার বদ্ধ হয়ে মিছিলে পা মেলান কয়েক’শো মানুষ। এই মিছিলেই জেলা ভাগের বিরুদ্ধে সরব হয়েছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষও।
মিছিলের অন্যতম উদ্যোক্তা নাট্য কর্মী মধুসূদন দরিপা বলেন, বাঁকুড়া জেলা ভাগ আমরা কোনও মতেই মানবো না। আমরা চাই এই সিদ্ধান্ত বাতিল হোক। এই সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ১১আগস্ট আমরা সমস্ত বাঁকুড়াবাসী রাখি বন্ধনের মাধ্যমে জেলা ভাগের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।
জেলা প্রেস ক্লাবের সম্পাদক সন্তোষ ভট্টাচার্য বলেন, বাঁকুড়া জেলা আয়তনে ছোট, ভাগ করার কোনও যুক্তি নেই, তার পূর্বে খাতড়া মহকুমা গঠন জরুরি।