সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৩ আগস্ট: যাদবপুর কান্ডে যুক্ত থাকার অভিযোগে ধৃত বাঁকুড়ার ছাত্র। গতকাল রাতে তাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেল থেকে গ্ৰেপ্তার করা হয়। ধৃত ছাত্র দীপশেখর দত্ত বাঁকুড়া শহরের মাচানতলার সন্নিকটের ফেমাস গলির বাসিন্দা।
গত বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলের আবাসিক প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর অস্বাভাবিক মৃত্যু হয়। হস্টেলের বারান্দার নীচে মৃত অবস্থায় তার দেহ পড়ে থাকতে দেখা যায়। র্যাগিংয়ের ফলে এই ঘটনা বলে সোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে। সমালোচনার ঝড় ওঠে। পুলিশ তদন্তে নেমে ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সৌরভ চৌধুরীকে গ্ৰেপ্তার করে জেরা শুরু করে। জেরায় দীপশেখর ছাড়াও আরামবাগের এক ছাত্রের নাম উঠে আসে। তারপরই গত কাল রাতে তাকে গ্ৰেপ্তার করা হয়।
আজ সকালে দীপশেখরকে গ্ৰেপ্তারের খবর পেয়ে কার্যত দিশেহারা তার বাবা মধুসূদন দত্ত ও মা সঙ্গীতা দত্ত। তাদের মেধাবী পুত্রের নাম র্যাগিং কান্ডে জড়িয়ে যাওয়ায় তারা দুশ্চিন্তায় পড়েছেন। তারা বিশ্বাস করতে পারছেন না তাদের ছেলে এরকম কান্ডে যুক্ত। মধুসূদনবাবু বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা তারা ছেলের কাছ থেকেই শুনেছেন, কিন্তু সে জড়িত একথা ভাবতেই পারছি না। তিনি চান প্রকৃত ঘটনা তদন্ত করে দেখুক পুলিশ, এই কান্ডে যারা জড়িত তাদের শাস্তি হোক, যদি ছেলে সত্যিই জড়িত থাকে তবে তার শাস্তি হোক। তার মা সঙ্গীতা দেবীও একই মত। তিনি বলেন, আমার ছেলে খুবই শান্ত, ও একাজ করতে পারে না বলে তাঁর বিশ্বাস।
পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছাত্র হিসাবে এলাকায় পরিচিত ছিল দীপশেখরের।শহরের এক প্রতিষ্ঠিত বেসরকারি স্কুলের ছাত্র দীপশেখর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ভালো ফল করে। উচ্চ মাধ্যমিকে শতকরা ৯০ শতাংশের অধিক নম্বর পায় সে। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ভালো ফল করলেও সে অর্থনীতিকেই বেছে নেয়। সেই ছেলে এরকম কান্ডে যুক্ত শুনে হতবাক প্রতিবেশীরা।