সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৭ আগস্ট: বিভিন্ন ভাবে হারানো ও চুরি যাওয়া এক হাজার পঁচিশটি মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল বাঁকুড়া জেলা পুলিশ।
আজ বাঁকুড়া পুলিশ লাইনে এক অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া এই এক হাজার পঁচিশটি মোবাইল তুলে দেন আসল মালিকদের হাতে।পুলিশ সুপার ছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। মোবাইল ফিরে পেয়ে বাঁকুড়া জেলা পুলিশকে ধন্যবাদ জানান খোয়া যাওয়া মোবাইল প্রাপকরা। জেলা পুলিশের এই সাফল্যে খুশি তারা।
পুলিশ সুপার জানান, সম্প্রতি হারানো ও চুরি যাওয়ার অভিযোগ হওয়া এমন এক হাজার পঁচিশটি মোবাইল এদিন তুলে দেওয়া হলো প্রকৃত মোবাইল মালিকদের হাতে।