এটিএম কার্ডের তথ্য হাতিয়ে তিন লক্ষাধিক টাকা প্রতারণা, বাঁকুড়া পুলিশের জালে দুই প্রতারক

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১২ সেপ্টেম্বর: ব্যাঙ্ক কর্মীর পরিচয় দিয়ে এটিএম কার্ডের যাবতীয় তথ্য হাতিয়ে তিন লক্ষাধিক টাকা প্রতারণায় যুক্ত দুই প্রতারক বাঁকুড়া পুলিশের জালে।অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে বাঁকুড়া সাইবার ক্রাইম থানা। দীর্ঘ একবছর সন্তর্পণে তদন্ত চালিয়ে সাফল্য পেল বাঁকুড়া সাইবার ক্রাইম থানা। এই ঘটনায় জড়িত দুই প্রতারককে আসানসোল থেকে গ্ৰেপ্তার করে পুলিশ।

ঘটনার বিবরণে প্রকাশ বাঁকুড়া সদর থানার সাহানা পল্লীর বাসিন্দা বিজিত কুমার পাল (নাম পরিবর্তিত) গত ৮সেপ্টেম্বর ২০২২সালে তার মোবাইলে একটি কল পান।ব্যাঙ্ক কর্মী পরিচয় দিয়ে তার কাছ থেকে এটিএম কার্ডের যাবতীয় তথ্য হাতিয়ে নেয়।সুজিতবাবু ভুলবশতঃ প্রতারকদের ওটিপি নাম্বার দিয়ে ফেলেন। এরপর গত৮/৯/২২ ও তার পরদিন তার অ্যাকাউন্ট থেকে মোট ৩,১৭,০০০/-টাকা সরিয়ে নেয় প্রতারকরা। গত ৯/৯/২২তারিখে সুজিতবাবু বাঁকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ পাওয়ার পরেই পুলিশ এই তদন্তে নেমে দুই প্রতারককে গ্ৰেপ্তার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *