মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের চূড়ায় বাঁকুড়া, প্রথম স্হান সহ মেধা তালিকায় ১৩ জন পরীক্ষার্থী

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩ জুন: বিগত কয়েক বছরের মতোই এবারেও মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের চূড়ায় বাঁকুড়া। পরীক্ষায় প্রথম স্হান দখল করেছে রামহরিপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অর্ণব গড়াই। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। এছাড়াও আরও ১২ জন কৃতি ছাত্রছাত্রী রয়েছে মেধা তালিকায় প্রথম দশে।

ধারাবাহিক ভাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বাঁকুড়া ভালো ফল করে আসছে।এবারও সেই সাফল্য ধরে রাখলো বাঁকুড়ার কৃতী ছাত্র ছাত্রীরা। মাধ্যমিকে এই সাফল্য বজায় থাকে কি না তা জানার জন্য আজ সকাল থেকেই উৎকণ্ঠা জেলা জুড়ে। ফল প্রকাশ হতেই দেখা যায় প্রথম স্হানে বাঁকুড়ার অর্ণব গড়াই। তারপর একে একে উঠে আসে আরোও বারো জন কৃতীর নাম। বাঁকুড়া শহরের সাথে সাথে মফঃস্বলের স্কুল গুলিও এবার ভালো করে শিরোনামে উঠে এসেছে।

অর্ণব ছাড়াও মেধা তালিকায় সপ্তম স্হানে রয়েছে জ‍্যেতিষ্মান মন্ডল, (বিষ্ণু পুর), সোহম লায়েক (হরিগ্ৰাম গোয়েঙ্কা বিদ্যায়তন), সিঞ্চন দত্ত(বিবড়দা হাই স্কুল)।৮ম স্হানে ব্রাত‍্য বসু (বিষ্ণুপুর), অনিমেষ লায়েক(ইন্দপুর গোয়েঙ্কা বিদ্যায়তন), স্বরূপ কর্মকার(লটিয়াবনি হাই স্কুল)।

নবম স্হানে রয়েছে জেলার চার কৃতী। বাঁকুড়া জেলা স্কুলের বিদেশ লোহার, লক্ষীসাগর হাইস্কুলের পার্থিব কোটাল, তালডাংরা ফুলমতি হাইস্কুলের অনুভব সেন, সোহম সতপথী (সিমলাপাল মদনমোহন হাইস্কুল)। দশম স্হান দখল করেছে মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতুষ‍্যা কুন্ডু ও জিলা স্কুলের কৌশিক ধবল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *