Bankura, Snake, সাপ বাঁচাতে বিশেষ উদ্যোগ বাঁকুড়া উত্তর বন দপ্তরের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২২ নভেম্বর: সম্প্রতি গ্রাম বাংলাজুড়ে সাপের উপদ্রব যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি সাপ নিয়ে সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। অনেক ক্ষেত্রেই সাপকে মেরে ফেলা হয়, যার ফলে বাস্তুতন্ত্রে বিরাট প্রভাব পড়ে। এই প্রবণতা রুখতে ও সর্প ভীতি দূর করতে আজ বাঁকুড়া উত্তর বনবিভাগের উদ্যোগে এক কর্মশালার আয়োজন করা হয়।বেলিয়াতোড়ে আয়োজিত এই কর্মশালায় রাজ্যের সর্প বিশারদরা উপস্থিত থেকে বনকর্মীদের সাপকে অক্ষত অবস্থায় উদ্ধার করে তাকে জঙ্গলে ফিরিয়ে দেওয়ার প্রদ্ধতি হাতে কলমে দেখানো হয়। দেশে বহু প্রজাতির সাপ রয়েছে, সেই সম্বন্ধে নিত্য নতুন গবেষণা চলছে, সাপের দেহ থেকে বিষ সংগ্রহ করে তা নিয়েও গবেষণা চলছে বলে তারা জানান।

বাঁকুড়া উত্তর বনবিভাগের আধিকারিক শেখ ফরিদ জানান, সাপ উদ্ধার করার জন্য প্রতিটি বন বিভাগে দু’জন করে কর্মী নিয়োজিত রয়েছে। আজ তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।সাধারণত সাপ উদ্ধার করে তাদের দু’মাস পর্যবেক্ষণে রাখার পর সাপের দেহে নানা জীবাণু বাসা বা়ঁধে, সেই জীবাণু ধ্বংস করে সাপকে যথাস্থানে ছেড়ে দেওয়া হয়।পর্যর্বেক্ষনকালীন সংগৃহীত সাপের বিষ ঔষধ তৈরির কাজে ব্যবহৃত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *