Bankura, Medical College, তিলোত্তমার বিচারের দাবি, সোচ্চার বাঁকুড়া মেডিক্যাল কলেজের পড়ুয়ারা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৯ আগস্ট: আর জি কর কাণ্ডে তিলোত্তমার বিচারের দাবিতে শুক্রবার উত্তাল হয়ে ওঠে বাঁকুড়া। এই দাবিতে ফের পথে নামলেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের পড়ুয়া চিকিৎসকরা। তারা তিলোত্তমা বিচার চাই লেখা জামা পরে “একবছর পার, অধরা বিচার” লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে উই ওয়ান্ট জাস্টিস শ্লোগান দিতে থাকে।শুক্রবার সন্ধ্যায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের প্রতিবাদ মঞ্চে চিকিৎসক পড়ুয়ারা জমায়েত হয়ে ফের শ্লোগান তোলেন উই ওয়ান্ট জাস্টিস, তিলোত্তমার বিচার চাই। তারা মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানানোর পাশাপাশি ফানুস উড়িয়েও প্রতিবাদ জানান।

বিক্ষোভকারী চিকিৎসক পড়ুয়ারা জানান যে, এক বছর কেটে গেলেও এখনও অধরা তিলোত্তমার বিচার। তিলোত্তমার দ্রুত বিচারের পাশাপাশি মেডিক্যাল কলেজগুলিতে থ্রেট কালচার বন্ধের দাবি তোলেন আন্দোলনকারী পড়ুয়ারা। চিকিৎসকদের এই আন্দোলন এদিন সার্বিক রূপ নিতে দেখা যায়। রোগী, তাদের আত্মীয় ও পথ চলতি সাধারণ মানুষকেও সামিল হতে দেখা যায় আন্দোলনে।

উল্লেখ্য, আর জি কর কাণ্ডের পর এরাজ্যে প্রথম বিরাট নাগরিক আন্দোলন হয়েছিল গত বছর ১৪ অগাস্ট। তিলোত্তমা ও তার বাবা- মা এখনও বিচার পাননি। সেই ধর্ষণ-খুনের প্রতিবাদে ৯ অগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন নিহত চিকিৎসকের মা-বাবা। দলীয় পতাকা ছেড়ে বিজেপি নেতা-কর্মীদের সেই অভিযানে সামিল হওয়ার ডাক দিয়েছেন দলের রাজ্য সভাপতি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারা উভয়ই এই অভিযানকে সফল করার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *