Bankura, Football, বাঁকুড়া সংসদীয় ক্ষেত্রে ফুটবল মহাকুম্ভ

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৩ ফেব্রুয়ারি: যুব সমাজকে প্রকৃত খেলায় উদ্বুদ্ধ করতে বাঁকুড়া সংসদীয় ক্ষেত্রজুড়ে আয়োজন করা হয়েছে ফুটবল মহাকুম্ভের। এখবর জানিয়ে বাঁকুড়া লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার বলেন, এই খেলা ঘিরে ইতিমধ্যে উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ১২০টি অঞ্চলে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে তিনদিন এই প্রতিযোগিতা চলবে। অঞ্চলের বিজয়ী দলগুলি ব্লক স্তরের প্রতিযোগিতায় অংশ নেবে।মোট ১৯টি ব্লকে এই প্রতিযোগিতা হবে। ব্লকে বিজয়ীরা সংসদীয় স্তরে অর্থাৎ মূল প্রতিযোগিতায় অংশ নেবে। তিনি বলেন, ইতিমধ্যে বেশ কিছু দল অংশগ্রহণের আবেদন করেছেন। আগামী কয়েদিনে আরোও দল আবেদন পত্র জমা দেবেন‌।

এদিকে এই প্রতিযোগিতার প্রচার করতে গতকাল সকালেই বাঁকুড়া খ্রীষ্টান কলেজ মাঠে জার্সি গায়ে খেলার বুট পায়ে হাজির হন মন্ত্রী সুভাষ সরকার। মাঠে অনুশীলনরত খেলোয়াড়দের সাথে তিনিও নেমে পড়েন।

এদিকে সাংসদের এই নয়া কৌশলকে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অরূপ চক্রবর্তী বলেন, তৃণমূলের ইস্যুকে ধার করে বিজেপি। এক্ষেত্রেও তাই। তবে বাঁকুড়ার মাটি খুব শক্ত, পড়ে গিয়ে পা ভাঙ্গতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *