Cold, Bankura, ঠান্ডায় কাবু বাঁকুড়া, বিপর্যস্ত জনজীবন

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৯ডিসেম্বর: একদিকে প্রচন্ড ঠাণ্ডা, আর অপরদিকে ঘন কুয়াশার দাপটে বিপর্যস্ত বাঁকুড়ার জনজীবন। পারদ নেমে ৯ ডিগ্রীতে দাঁড়িয়েছে। এই পারদ পতন আরো নামতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আবহাওয়া দপ্তর সূত্রে জানাগেছে, আজ তাপমাত্রা গতকালের থেকে কমে ৯ ডিগ্রী হয়েছে, গতকাল তাপমাত্রা ছিল ৯’২। গত কয়েকদিনের মতো আজও ছিল কুয়াশার দাপট।ঘন কুয়াশায় অন্ধকার নেমে আসে, বেলা দশটা পেরিয়ে গেলেও সূর্য দেবের দেখা মেলেনি। যার ফলে বাজার হাটে লোকসমাগম কম। সন্ধে নামলেই ফের কুয়াশা। একটু রাত বাড়লেই রাস্তা শুনশান।জনজীবনের সাথে সাথে ভালো প্রভাব পড়েছে হাট বাজারে। ঠান্ডায় বাইরে লোকজন না বেরনোয় বিক্রি বাট্টাও কমতে শুরু করেছে।সন্ধের পরেই ঝাঁপ পড়ছে দোকানগুলিতে।

জেলা আবহাওয়া দপ্তরের আধিকারিক এস কে রায় জানান, আজই সম্ভবত বাঁকুড়ায় শীতলতম দিন।আজ সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি, আর সর্বোচ্চ তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *