বর্ণময় মশাল দৌড়ের মাধ্যমে বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ১৯ নভেম্বর: এক বর্ণময় মশাল দৌড়ের মাধ্যমে বাকুঁড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা হল আজ। ১৯৭২ সালে যাত্রা শুরু করে এবছর সংঘ ৫০ বছরে পদার্পণ করল। ১৯৭২ সালে জেলার কয়েকজন স্বাধীনতা সংগ্রামী, কিছু বিশিষ্ট ব্যক্তি ও কিছু ছাত্র ও যুব বাঁকুড়া জেলায় ক্রীড়া ও সুস্থ সংস্কৃতি চর্চার জন্য সংঘবদ্ধ হন। উদ্দেশ্য ছিল জাতীয় খেলাধূলার প্রচার ও প্রসারের মোড়কে যুবশক্তিকে ক্রীড়া, সুস্থ সংস্কৃতি ও শারীর চর্চায় উদ্বুদ্ধ করা।

ঐতিহাসিক এই সুবর্ণ জয়ন্তী বর্ষকে স্মরণীয় করে রাখতে জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের পক্ষ থেকে বর্ষব্যাপী নানান কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান সংঘের সম্পাদক রবীন মন্ডল। আজ সকালে স্কুলডাঙ্গাস্থিত সংঘ কার্যালয় থেকে এক বর্ণাঢ্য মশাল দৌড়ের মধ্যে দিয়ে বর্ষব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা হয়। এই দৌড়ের সূচনা করেন জেলা সভাধিপতি তথা বিধায়ক, মৃত্যুঞ্জয় মুর্মু। দৌড়ে সংঘ সভাপতি ডাঃ অমিতাভ চট্টরাজ সহ জেলার অতীত ও বর্তমান দিনের বিশিষ্ট ক্রীড়াবিদরা এই মশাল দৌড়ের পথ পরিক্রমায় অংশ নেন। মশাল দৌড়ের যাত্রাপথের দুধারে দাঁড়িয়ে দৌড়বিদদের করতালি দিয়ে উৎসাহিত করার জন্য এবং দৌড় চলাকালীন রাস্তায় সমস্ত রকম যান চলাচল নিয়ন্ত্রিত রাখার জন্য পুলিশ, প্রশাসন, জনগণ সকলকেই জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের সম্পাদক রবীন মণ্ডল কৃতজ্ঞতা জানিয়ে বর্ষব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসবের জন্য সকলের সাহায্য ও সহায়তা প্রার্থনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *