অগ্ৰগামী মহিলা সমিতির বাঁকুড়া জেলা সম্মেলন

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৭ সেপ্টেম্বর: ফরোয়ার্ড ব্লকের শাখা সংগঠন সারা ভারত অগ্ৰগামী মহিলা সমিতির বাঁকুড়া জেলা সম্মেলন অনুষ্ঠিত হল আজ। ওন্দায় অনুষ্ঠিত এই সম্মেলন শুরুর আগে একটি মিছিল ওন্দা বাজার পরিক্রমা করে ।তারপর সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য সুজাতা সিনহা ও প্রিয়ংবদা সেনগুপ্ত। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক সুভদ্রা মল্ল, সভাপতি শিপ্রা পাল সহ জেলা নেতৃত্ব। ছিলেন শতাধিক মহিলা সদস্য।

জেলা কমিটির সদস্য সুজাতা সিনহা রাজ্যের নারীদের উপর নির্যাতন ও অবহেলার ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেন, নারীরা সম্মান ও অধিকার রক্ষার দাবিতে ও দেশজুড়ে নারী নির্যাতনের প্রতিবাদে আমাদের সোচ্চার হওয়ার আবেদন জানান। রাজ্যের দুর্নীতির প্রসঙ্গ টেনে বলেন, গত ১২ বছর ধরে রাজ্যটাকে দুর্নীতির পাঁকে নিমজ্জিত করে দিয়েছে তৃণমূল সরকার। সর্ব ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। বর্তমান পরিস্থিতিতে দল ও তার শাখা সংগঠন সারা ভারত অগ্ৰগামী মহিলা সমিতির কর্তব্য কি সে প্রসঙ্গে বক্তব্য রাখেন প্রিয়ংবদা সেনগুপ্ত, সোমা বিশ্বাস, আরতি ডাঙ্গর, অর্চনা আচার্য ও সীমা পাত্র।

সম্মেলন থেকে নারী নির্যাতন ও দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রস্তাব পাশের পাশাপাশি এক গুচ্ছ প্রস্তাব গৃহীত হয়। এই কর্মসূচি নিয়ে আন্দোলন করার কথা ঘোষণা করেন নব গঠিত জেলা কমিটির সম্পাদক অর্চনা আচার্য । ১০ জনের নতুন কমিটিতে সভাপতির দায়িত্বে এলেন সোমা বিশ্বাস। তারা বলেন, আমাদের কর্মসূচির মূল ভাবনা হলো নেতাজীর আদর্শকে সামনে রেখে দেশ ও দশের কল্যাণে গণতান্ত্রিক ভারতের উত্থান। তাই “ঘর ঘর নেতাজি” কর্মসূচি সফল করতে হবে। প্রতিটি বাড়িতে নেতাজির কথা পৌঁছে দিতে হবে। এই সংকল্প আমরা নিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *