সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৭ জুলাই: অবশেষে শিশু উধাও রহস্যের কিনারা করলো বাঁকুড়া পুলিশ। দাম্পত্য কলহের জেরেই শিশুকে খুন করে পার্শ্ববর্তী ঝোপে ফেলে দেয় শিশুকন্যার পিতা প্রশান্ত বাউড়ি। নিজেদের মধ্যে কলহ মেটাতে স্বামীকে মদত দেয় স্ত্রী মুন্নি বাউড়ি। বিবাহ বহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে স্বামী স্ত্রী’র মধ্যে কলহ দেখা দেয়। এরজন্য দম্পতির মধ্যে শারীরিক সম্পর্কও ছিল না বলে পুলিশ জানতে পেরেছে। এর মধ্যেই কিকরে স্ত্রী গর্ভবতী হয় সে নিয়ে মনোমালিন্য চরমে পৌঁছায়। তার পরেই কন্যা সন্তান প্রসবের পর থেকেই তাকে সরিয়ে দেওয়ার মতলব করে। তারপর গত বুধবার এই ঘটনা ঘটে।
গত বুধবার রাতে তিন সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলেন বগা গ্রামের দম্পতি প্রশান্ত ও মুন্নি। গভীর রাতে সকলে ঘুমিয়ে পড়লে প্রশান্ত এক বছর তিন মাসের শিশু কন্যাকে বালিশ চাপা দিয়ে খুন করে। এর মধ্যে স্ত্রী জেগে উঠলে তাকে ঘটনা জানিয়ে নিকটবর্তী ঝোপে দেহটি ফেলে দিয়ে আসে। তারপর ভোর হতেই শিশু কন্যা উধাও- এর গল্প চাউর করে। খবর পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে।
দম্পতিকে জেরা করতেই পুলিশের সন্দেহ শুরু হয়। একসময় পুলিশের জেরায় ভেঙে পড়ে সব কথা খুলে বলে। জেরার সূত্রে পুলিশ নিকটবর্তী ঝোপ থেকে হাড়গোড় উদ্ধার করে। সেগুলি ডি এন এ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানাগেছে। তারপরই পুলিশ অভিযুক্ত দম্পতিকে গতকাল সন্ধ্যায় গ্রেফতার করে।