সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২ ডিসেম্বর: বিপুল উৎসাহ উদ্দীপনায় আজ থেকে শুরু হলো বাঁকুড়া বইমেলা। আজ বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে বাঁকুড়া খ্রীস্টান কলেজ ময়দানে ৩৯তম বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক নলিনী বেরা। বাঁকুড়ার বিশিষ্ট কবি রামপ্রসাদী রামায়নের রচয়িতা জগদ্রাম রায়ের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে এবারের বইমেলা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী জোৎস্না মান্ডি, জেলাপরিষদের সভাধিপতি অনুসূয়া রায়, অভিনেত্রী সায়ন্তিকা বন্দোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি। সকলকে বই পড়ার, বই কেনার আহ্বান জানিয়ে উদ্বোধক নলিনী বেরা বলেন, একটা নির্দিষ্ট পরিমাণ বই বিক্রি হলেই বই মেলার সার্থকতা। অনুষ্ঠানের পূর্বে বই পড়ার ও কেনার আহ্বান জানিয়ে একটি পদযাত্রা বের হয়।

বইমেলা কমিটির সম্পাদক মার্শাল টুডু জানান, এবারের বইমেলায় দেজ, আনন্দ, পত্রভারতী, দেবসাহিত্য কুটির সহ কলকাতার নামীদামী সংস্থা বইমেলায় তাদের সম্ভার নিয়ে হাজির হবে। প্রায় ৮৫টি স্টল থাকছে এবারের বইমেলায়। কলকাতার পুস্তক প্রকাশক ও বিক্রেতা ছাড়াও জেলার প্রকাশক ও বিক্রেতারা অংশ নিচ্ছেন।জেলা থেকে প্রকাশিত জেলার ক্ষুদ্র পত্র পত্রিকার জন্য একটি বিশেষ স্টলের ব্যবস্থা করা হয়েছে। বইমেলায় প্রতিটি গ্ৰামীন
গ্ৰন্থাগার ১৫ হাজার টাকা, জেলা গ্ৰন্থাগার ২০ হাজার টাকার বই ক্রয় করবে। গত বছর এক কোটি পনেরো হাজার টাকার বই বিক্রি হয়েছিল বলে জানাগেছে।এবার এই লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে বলে বইমেলা কমিটি আশা প্রকাশ করেছেন।


