আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১ জুলাই: এক ব্যাঙ্ক কর্মীর করোনা পজিটিভ হওয়ায় অনির্দিষ্টকালের জন্য ব্যাঙ্ক বন্ধের নির্দেশ দিয়ে নোটিশ ঝোলালো ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবার শহরের ইউনাইটেড ব্যাঙ্কের শাখায়। ব্যাঙ্ক কর্মীর করোনা পজিটিভ হওয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল ঐ ব্যাঙ্কের শাখাটি। আচমকা ব্যাঙ্কের এই শাখাটি বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েছেন বহু গ্রাহক। মাসের শুরুতেই এই ঘটনা ঘটায় সমস্যা অনেকখানি বেড়েছে। যদিও ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, আপাতত এই ব্যাঙ্কের সমস্ত পরিষেবা সরিষাহাটের শাখা থেকেই গ্রাহকরা পাবেন।
বুধবার সকালে গ্রাহকরা ব্যাঙ্কে এসে দেখেন ব্যাঙ্কের দরজা বন্ধ। সামনে নোটিশ ঝোলানো রয়েছে। সেই নোটিশে জানানো হয়েছে ব্যাঙ্কের এক কর্মীর কোভিড পজিটিভ হওয়ার কারণে অনির্দিষ্ট কালের জন্য ব্যাঙ্কের এই শাখা বন্ধ রাখা হয়েছে। এতেই সমস্যায় পড়েন গ্রাহকরা। মাসের প্রথমে অনেকেই টাকা তোলার জন্য ব্যাঙ্কে এসে ফিরে যান। যদিও ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, সমস্ত গ্রাহকদের পরিষেবা পাশের সরিষাহাট শাখা থেকে দেওয়া হবে। তবে গ্রাহকদের দাবি, সেই শাখা অনেকটাই দূরে। ফলে সমস্যায় পড়েছেন এই শাখার গ্রাহকরা।