আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৫ সেপ্টেম্বর: ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী ও ম্যানেজারের কপালে বন্দুক ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়াল এলাকায়। শনিবার বিকালে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর থানার চম্পাহাটির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। অভিযোগ, ব্যাঙ্ক থেকে প্রায় ২৫ লক্ষ টাকা লুঠ করেছে ডাকাত দল। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু, এসডিপিও বারুইপুর অভিষেক মজুমদার ও আইসি বারুইপুর দেবকুমার রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ পাঁচ সশস্ত্র ডাকাত মুখে মাস্ক পরে ব্যাঙ্কে ঢোকে। প্রত্যেকের মুখ কালো মাস্ক দিয়ে ঢাকা ছিল। ব্যাঙ্কের মধ্যে আচমকা ধুকেই নিরাপত্তারক্ষীর বন্দুক ছিনিয়ে নেয় তারা। এরপর বন্দুক উঁচিয়ে ব্যাঙ্কের সমস্ত কর্মীদের একপাশে করে ম্যানেজারের কপালে বন্দুক ঠেকিয়ে লুটপাট শুরু করে। ব্যাঙ্কের ভিতরে তখন ছয়জন কর্মী মজুত ছিলেন। সকলের মোবাইল ফোনও কেঁড়ে নেয় তারা। এরপর ভোল্টের চাবি ছিনিয়ে নিয়ে লুটপাট শুরু হয়। মাত্র ১৫ মিনিটেই কাজ হাসিল করে চম্পট দেবার আগে ব্যাঙ্কের শাটার নামিয়ে দেয় ডাকাতদল। ম্যানেজারের ঘরের সিসিটিভির হার্ড ডিস্কও গায়েব করে তারা। এদিকে ঘটনার খবর পেয়ে বারুইপুর ও সোনারপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। দুষ্কৃতীদের ধরার জন্য নাকা তল্লাশি শুরু করেছে পুলিশ।
বারুইপুর জেলা পুলিশ সুপার রশিদ মুনির খান বলেন,
“পাঁচ জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাঙ্কে ঢুকেছিল। তারা ২৫ লক্ষ টাকা লুট করেছে। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। দ্রুত তাদেরকে ধরে ফেলা হবে।”

