ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করেছে মাদার টেরিজার সংস্থাই, বিদেশি মুদ্রা লেনদেনে প্রয়োজনীয় ছাড়পত্র নিয়ে প্রশ্ন তুলেছে স্বরাষ্ট্রমন্ত্রক

আমাদের ভারত, ২৭ ডিসেম্বর: মাদার টেরিজা প্রতিষ্ঠিত মিশনারিজ অফ চ্যারিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করা ঘিরে চাপানউতোর চলেছে দিনভর। তারপর মাদার হাউস জানালো কেন্দ্র মিশনারিজ অফ চ্যারিটির কোনো ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করেনি। বরং প্রতিষ্ঠানের তরফে সব শাখাতেই বিদেশি মুদ্রা সংক্রান্ত লেনদেন বন্ধ রাখতে বলা হয়েছে। কারণ বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত বিষয়ে যে কেন্দ্রীয় ছাড়পত্রের প্রয়োজন তা নিয়ে প্রশ্ন তুলেছে স্বরাষ্ট্রমন্ত্রক।

২৫ ডিসেম্বর সেই ছাড়পত্রের পুনর্নবীকরণ স্থগিত রেখেছে সরকার। আর সেই কারণেই আপাতত কোনও রকম বিদেশি মুদ্রার লেনদেন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিষ্ঠানের তরফে। সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনই টুইটে দাবি করেন, কেন্দ্র ২৫ ডিসেম্বর মিশনারি অফ চারিটি সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। এতে প্রতিষ্ঠানের কর্মীরা সমস্যায় পড়েছেন। স্বাস্থ্য পরিষেবার আওতায় থাকা হাজার হাজার রোগী খাবার ও ওষুধ পাচ্ছেন না। তা নিয়ে বিতর্ক তৈরি হয়।

এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে মিশনারি অফ চ্যারিটির কোনও ব্যাংক অ্যাকাউন্ট সরকারের তরফে বন্ধ করা হয়নি। বরং মিশনারিজ অফ চ্যারিটি নিজে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে অ্যাকাউন্ট বন্ধ করার আর্জি জানায়। তবে সাহায্য হিসেবে বিদেশি মুদ্রা নেওয়ার জন্য প্রয়োজনীয় কেন্দ্রীয় অনুমোদন দেওয়া হয়নি মিশনারিজ অফ চ্যারিটিকে। বেশ কিছু শর্ত পূরণ না হওয়ার কারণেই সেই অনুমোদন দেওয়া হয়নি মিশনারিজ অফ চ্যারিটিকে বলে দাবি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক।

সোমবার দুপুরে মিশনারিজ অফ চ্যারিটি সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। কেন্দ্রের সমালোচনায় মুখর হল মুখ্যমন্ত্রী ও সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। কেন্দ্রের এই পদক্ষেপ নিয়েও প্রশ্ন তোলা হয়। কিন্তু শেষ পর্যন্ত কেন্দ্রের তরফে গোটা ঘটনার ব্যাখ্যা দেওয়া হলে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাওয়া উচিত। তাঁর দাবি এই ঘটনা থেকে প্রমাণ হয়ে গেল তৃণমূল ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *