আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ মার্চ: পশ্চিম মেদিনীপুরের দাঁতনে”বাংলার গর্ব মমতা “কর্মসূচির সূচনা হল দাঁতন ২ নম্বর ব্লকের ধনেশ্বরপুর তৃণমূল কার্যালয়ে। বুধবার এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে এই কর্মসূচির বর্ণনা দেন দাঁতন বিধানসভা ক্ষেত্রের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান। ২০২১ সালের বিধানসভার ভোট যতই এগিয়ে আসছে ততোই নিজেদের রাজনৈতিক কার্যক্রমে পরিবর্তন ঘটাচ্ছে রাজনৈতিক দলগুলি। এর আগে “দিদিকে বলো” কর্মসূচির মধ্য দিয়ে জনসংযোগ স্থাপনের ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেস। আর এর মাধ্যমে মানুষের অভাব অভিযোগ শুনে তার সমাধানের চেষ্টা করেছেন নেতৃত্বরা। এবার “বাংলার গর্ব মমতা “এই কর্মসূচির মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকারের সার্বিক উন্নয়ন ও জনহিতকর কার্যক্রমের প্রচার করছেন তারা।
এদিন বিক্রম চন্দ্র প্রধান বলেন, কেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার গর্ব বলছি তা এখানে বিস্তারিত আলোচনা হবে। সাংবাদিক বন্ধুরা আমাদের প্রশ্ন করবেন আমরা বাংলার সার্বিক উন্নয়নের নিরিখে তার উত্তর দেবো।