নীল বনিক, আমাদের ভারত, ২ মার্চ: পুরভোটের আগে বাংলার গর্ব মমতা নামে বিশেষ কর্মসূচি শুরু করল তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রের খবর ২রা মার্চ আর্থাৎ সোমবার থেকে ১০ মে পর্যন্ত চলবে এই কর্মসূচি পালন করবে রাজ্যের শাসক দল।
পুরভোটের মধ্যে দু’মাসেরও বেশি সময় ধরে চলবে এই কর্মসূচি। দলের নতুন এই কর্মসূচির মাধ্যমে ২.৫ কোটি মানুষের কাছে পৌঁছাবে তারা। ৭৫ হাজারের বেশি দলীয় নেতা এই কর্মসূচিতে অংশ গ্রহণ করবে বলে তৃণমূল সূত্রের খবর। পুরভোটের মধ্যেই ১৫ হাজার এলাকায় পৌঁছনোর লক্ষ্য নিয়ে ঝাঁপাবে মমতার বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিকরা। তিনটি পর্যায়ে ভাগ করে এই কর্মসূচি সফল করার পরিকল্পনা তৃণমূল করছে বলে সূত্রের খবর।
লোকসভা ভোটের পর প্রথমে শাসক দল নিয়েছিল দিদিকে বলো কর্মসূচি। এরপর তৃণমূলের প্রচার পরামর্শদাতা পিকের পরামর্শে রাজ্যের শাস দল নিল নতুন কর্মসূচি। দলের একাংশের বক্তব্য, বিধানসভা ভোটের আগে প্রশান্ত কিশোর পুরো দলকে রাস্তায় নামাতে এমন ভাবেই নতুন নতুন কর্মসূচি দিয়েছে।