উপ-হাইকমিশনে উদযাপিত বাংলাদেশের ‘জাতীয় সংবিধান দিবস’

আমাদের ভারত, কলকাতা, ৪ নভেম্বর: শনিবার কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে ‘বঙ্গবন্ধুর ভাবনা সংবিধানের বর্ণনা’ এই প্রতিপাদ্যে উদযাপিত হলো জাতীয় সংবিধান দিবস। উপ-হাইকমিশের বাংলাদেশ গ্যালারিতে এই উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, বানী পাঠ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আলোচনা অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ উপ-হাইকমিশনের সকল কর্মকর্তা অতিথিদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পর উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াসের সভাপতিত্বে সংবিধান দিবসের উপর আলোচনা সভার আয়োজন করা হয়।

সভার শুরুতে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের কাউন্সেলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম এবং কাউন্সেলর (কনস্যুলার) এএসএম আলমাস হোসেন যথাক্রমে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন। আলোচনায় অংশ নেন কাউন্সেলর (রাজনৈতিক) তুষিতা চাকমা। সঞ্চালকের দায়িত্বে ছিলেন দ্বিতীয় সচিব (রাজনৈতিক) শেখ মারেফাত তারিকুল ইসলাম।

আলোচনা সভায় প্রবীন সাংবাদিক সুখরঞ্জন দাশগুপ্ত বলেন, ১৯৭২ সালের ৪ নভেম্বর সংবিধান গৃহীত হওয়ার দিনে আমি বাংলাদেশ জাতীয় সংসদে উপস্থিত ছিলাম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে জামাত ইসলামীর ষড়যন্ত্র এখনও চলছে। সংবিধানের ধর্মনিরপেক্ষ নীতি অনুসরণ করে জামাতকে প্রতিরোধ করার আহবান জানান তিনি।

উপ-হাইকমিশনার তাঁর বক্তব্যে বাংলাদেশের সংবিধান রচনায় বঙ্গবন্ধুর দর্শনের কথা তুলে ধরেন। সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের প্রসঙ্গে তিনি বঙ্গবন্ধুর বিভিন্ন বক্তৃতার উদাহরণ দিয়ে বাংলাদেশের সংবিধানের গুরুত্ব ব্যাখ্যা করেন। সভায় উপস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীদের তিনি সংবিধান সমুন্নত রাখার জন্য কাজ করতে আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *