আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১২ জানুয়ারি: কাঁটাতারের বেড়া কেটে অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করলে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হল। মৃত ব্যাক্তির নাম মহঃ সাহাবুল।বাড়ি বাংলাদেশের হরিণমাড়ি গ্রামে। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা মৃতদেহটি উদ্ধার করে ইসলামপুর পুলিশের হাতে তুলে দিয়েছে।পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার বারোঘরিয়ায় ১৭১ নম্বর বিএসএফের সীমান্ত চৌকি এলাকায়।
ইসলামপুর পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে বাংলাদেশ দিক থেকে ১০/১২ জনের একটি দল বারোঘরিয়ার গ্রামে কাঁটা তারের বেড়া কেটে ভারতে ঢোকার চেষ্টা করে। ১৭১ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী তাদের বাধা দিলে বাংলাদেশীরা বিএসএফকে আক্রমন করে বলে অভিযোগ। বিএসএফ পাল্টা গুলি চালালে গুলিতেই সাহাবুলের মৃত্যু হয় বলে জানা গেছে।
এই ঘটনার পর বাকি বাংলাদেশীরা সেখান থেকে চম্পট দেয়। বিএসএফ মৃতদেহটি উদ্ধার করে ইসলামপুর পুলিশের হাতে তুলে দিয়েছে।পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।