Bangladesh, Hindu, ইসকনের সন্ন্যাসীকে গ্রেফতারের প্রতিবাদে উত্তাল বাংলাদেশ, প্রতিবাদী হিন্দুদের উপর হামলা মৌলবাদীদের

আমাদের ভারত, ২৬ নভেম্বর: বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর থেকে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। কৃষ্ণদাস প্রভুকে গ্রেফতারের প্রতিবাদে হিন্দুরা রাস্তায় নেমে প্রতিবাদ করতে শুরু করেন, সেই সময় বিএনপি ও জামাত কর্মীদের হামলা হয় তাদের ওপর বলে অভিযোগ। এই হামলায় ৫০ জন হিন্দু মারাত্মক আহত হন।

চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে গ্রেফতারের পর বাংলাদেশি হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা প্রায় প্রতিটি জেলায় শান্তিপূর্ণ সভা সমাবেশ করে। সোমবার গভীর রাতে হাজার হাজার হিন্দু জয় শ্রীরাম, হর হর মহাদেব স্লোগান দিয়ে মৌলভী বাজারে মশাল মিছিল বের করে। কিন্তু শান্তিপূর্ণ সভাগুলিতে চরমপন্থী দলগুলি নির্মমভাবে আক্রমণ চালায় বলে অভিযোগ। চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের ওপর হামলা চালিয়েছে ইসলামিক দলগুলি। ঢাকার শাহবাগে শান্তিপূর্ণ মিটিং চলাকালীন হিন্দু সম্প্রদায়ের সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুশল বরণের উপর হামলা হয়। তাতে তিনি গুরুতর আহত হন। চরমপন্থী গোষ্ঠীর হামলায় অনেকেই আহত হয়েছেন। তারা হাসপাতালে ভর্তি রয়েছেন।

বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে‌ খবর, সেখানে এক সংখ্যালঘুদের এক প্রতিবাদী সমাবেশে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার দায় চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে। অক্টোবরে সেই সমাবেশে বক্তব্য রেখেছিলেন তিনি। সেখানে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি।

চিন্ময় প্রভুকে গ্রেফতারের পর থেকে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে বাংলাদেশজুড়ে। বিভিন্ন জায়গায় সেনা সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমে এসেছে।

ইসকনের তরফে বলা হয়েছে, চিন্ময় প্রভুকে ঢাকা বিমানবন্দর থেকে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তারা গ্রেফতার করেছেন। উগ্রবাদী মৌলবাদীরা শান্তিপূর্ণভাবে আন্দোলনরত জনগণের উপর হামলা চালালেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। প্রশাসন সম্পূর্ণ নীরব দর্শক থেকেছে। শাহবাগে আন্দোলনকারীদের ওপর হামলার ছবি সামনে এসেছে এতে হামলার ভয়াবহতা অনুমান করা যায়।

কেন্দ্রীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে এই ঘটনার নিন্দা করেছেন। তিনি লিখেছেন, বাংলাদেশের এক হিন্দু নেতা ইসকনের মন্দিরের সন্ন্যাসী বাংলাদেশি হিন্দু সংখ্যালঘুদের কণ্ঠস্বর চিন্ময় প্রভুকে ঢাকা পুলিশ গ্রেপ্তার করেছে।সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চিন্ময় প্রভুকে সোমবার বিকেলে ঢাকা বিমানবন্দর থেকে ঢাকা পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা শাখায় নিয়ে যাওয়া হয়েছে। সুকান্ত মজুমদার লিখেছেন, যে আমি চিন্ময় প্রভুর অন্যায় গ্রেফতারির নিন্দা জানাই। তিনি বাংলাদেশি সনাতনী হিন্দু সম্প্রদায়ের অধিকারের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। আমি বিদেশমন্ত্রীর কাছে অনুরোধ করছি দয়া করে বিষয়টি গুরুত্ব সহকারে দেখুন এবং দ্রুত পদক্ষেপ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *