কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের দু’দিনের ’ভাষা উৎসব’

আমাদের ভারত, কলকাতা, ২০ ফেব্রুয়ারি:বাংলাদেশের ‘শহিদ দিবস’ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা দু’দিনের অনুষ্ঠান আয়োজন করছে।

‘ভাষা উৎসব’-এর প্রথম দিনে সোমবার সন্ধ্যায় উপ-হাইকমিশন প্রাঙ্গনে বঙ্গবন্ধু মঞ্চে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত নাটক ‘লাল জমিন’ মঞ্চায়িত হবে। ‘লাল জমিন’ মূলতঃ মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশে এক নারীর সংগ্রামী জীবনের নাট্যপ্রকাশ। বাংলাদেশের স্বনামধন্য অভিনেত্রী মোমেনা চৌধুরী ৭১ মিনিটের এ নাটকে একক অভিনয় করবেন।

উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস এ খবর জানিয়ে লিখেছেন, “বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ভাষা অন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে ভাষা ও সংস্কৃতিভিত্তিক জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। ‘৫২-এর সেই সংগ্রামের চূড়ান্ত অর্জন হয়। ’৭১-এ বাংলাদেশের স্বাধীনতার মাধ্যমে। বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতৃত্বে বাঙ্গালির স্বাধীনতা লাভের প্রেক্ষিতে আমাদের এ নিবেদনের প্রতিপাদ্য ‘৫২-এর প্রেরণায় ৭১-এর স্বাধীনতা।”

এর আগে মঙ্গলবার সকালে বার হবে প্রভাতফেরি। অংশগ্রহণকারীদের ৩, সোহরাওয়ার্দী এভিনিউয়ে বাংলাদেশ গ্রন্থাগার ও তথ্যকেন্দ্রর সামনে উপস্থিতির অনুরোধ করা হয়েছে। প্রভাতফেরি শুরু সকাল ৭:৩০তে। পার্ক সার্কাস সাত মাথার সংযোগস্থল হয়ে সেটি ফ্লাইওভারের নীচের রাস্তা ধরে সকাল ৮:১৫তে ফিরে আসবে বাংলাদেশ উপ-হাইকমিশনে। এরপর মিশন প্রাঙ্গনে অবস্থিত শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও আপ্যায়ন। বিকাল ৫:০০ – রাত ৮:০০ আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপ-হাইকমিশন প্রাঙ্গন বঙ্গবন্ধু মঞ্চে। এর পর নৈশ ভোজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *