আমাদের ভারত, ৪ জানুয়ারি: মোস্তাফিজুর রহমানকে বিসিসিআই নিষিদ্ধ ঘোষণা করেছে। সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আর বোর্ডের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিজেপি নেতা সঙ্গীত সোম। পদ্মনেতার কথা, এই সিদ্ধান্ত আসলে হিন্দুদের জয়।
ভারতের ১০০ কোটি সনাতনীর কথা মাথায় রেখে বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে বলে বোর্ডকে ধন্যবাদও জানিয়েছে বিজেপি নেতা। শনিবার সকালেই বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া সংবাদ সংস্থা এএনআই’কে জানিয়েছেন, বিসিসিআই থেকে কলকাতা নাইট রাইডার্সকে জানানো হয়েছে, মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে। এর বদলে অন্য কোনো প্লেয়ারকে চাইলে তারা নিতে পারে। আর এই সিদ্ধান্তকেই স্বাগত জানিয়েছে বিজেপি নেতা সঙ্গীত সোম।
তিনি বলেন, এই সিদ্ধান্ত গোটা দেশে হিন্দুদের জয়। ১০০ কোটি সনাতনীর কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিসিসিআইকে ধন্যবাদ।
সঙ্গীত আরও বলেন, আমরা গতকালই বলেছিলাম যে, মুস্তাফিজুর ইস্যুতে সিদ্ধান্ত নিতেই হবে, কারণ ১০০ কোটি মানুষের ভাবাবেগকে হালকাভাবে নেওয়া যায় না। বিসিসিআই- এর সিদ্ধান্তে গোটা দেশের হিন্দুরা জিতে গিয়েছে।
এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার ছিল মুস্তাফিজুর। কিন্তু শনিবার বোর্ড জানিয়ে দিয়েছে, তাকে আইপিএলে খেলানো যাবে না। ওপারে বাংলায় মৌলবাদীদের আগ্রাসন ও ধর্মের নামে হানাহানিতে নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘু হিন্দুরা। জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে দীপু দাসকে। বাংলাদেশি হিন্দু হত্যার প্রতিবাদে সামিল ভারত। ওপার বাংলার ঘটনা প্রবাহের প্রভাব পড়েছে এদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যেও। সংখ্যালঘু হিন্দু হত্যার বিন্দুমাত্র প্রতিবাদ না করা মুস্তাফিজুরকে কেন ভারতে খেলতে দেওয়া হবে? প্রশ্ন তুলেছিল হিন্দুত্ববাদীরা। নাইট রাইডার্স মালিক শাহরুখ খানকে দেশদ্রোহী, বেইমান বলেছেন অনেকে। তবে শেষ পর্যন্ত এবারের আইপিএল থেকে মুছে গেল বাংলাদেশের নাম।

