আমাদের ভারত, ২৪ ডিসেম্বর: বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একাধিক বিষয়ে নিজের মতামত জানালেন বিজেপি নেতা দেবদত্ত মাজি। তাঁর কথায়, বাংলাদেশ, পাকিস্তান বরাবরই হিন্দুদের শ্মশান ভূমি বা হত্যা কেন্দ্র। তাই পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশকে বাঁচানোর পর ভারতের উচিত ছিল বাংলাদেশ টেক ওভার করা।
বাংলাদেশে দীপু দাসের নৃশংস হত্যার ঘটনায় তিনি বলেন, দীপু দাসকে যখন মারা হচ্ছে অনেকেই ভিডিও করছে, সকলে মিলে মারছে আর সকলে আল্লাহু আকবার বলে চেঁচাচ্ছে, আনন্দ উল্লাস করছে। ন্যায়- নীতি বলে কিছু নেই। এমনকি ডেডবডিকেও পেটাচ্ছে। পেটাতে পেটাতে উল্লাস করছে, আনন্দ করছে। তাহলে এরা কী মানসিকতার মানুষ সেটা বুঝতে হবে।
এরপরই তিনি প্রশ্ন তোলেন, এই ঘটনায় পশ্চিমবঙ্গের সো কল্ড এলিট ক্লাস, যারা কিছু হলেই বক্তব্য রাখেন, সেই সৌরভ গাঙ্গুলি, অমর্ত্য সেনের মতো লোকেরা চুপ কেন? যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষা নিয়ে এত কথা বলেন, সেই বাংলা ভাষায় কথা বলা দীপুকে আজ যখন নির্মমভাবে হত্যা করা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে কেন এরা চুপ? কেন টলিউডের সেই তারকারা কেউ এই ঘটনায় নিন্দা করছে না?
এরপরই তিনি কটাক্ষ করে বলেন, এখানে শিল্পীদের কোনো সত্ত্বাই নেই। এরা সব স্বার্থপর, ধান্দাবাজ কাপুরুষ। তাই এরা যদি থাকে তাতেও কিছু এসে যায় না, যদি না থাকে তাতেও কিছু এসে যায় না হিন্দু সমাজের।
অনেকেই দীপু দাসের হত্যার ঘটনায় অবাক হয়ে প্রশ্ন করেছেন, একটা উন্নত দেশে কিভাবে এই ধরনের বর্বোরোচিত ঘটনা ঘটে? এই প্রসঙ্গে দেবদত্ত মাজি বলেন, বাংলাদেশকে কখনোই উন্নত দেশ বলা যায় না। তাঁর কথায়, বাংলাদেশের যারা প্রথম সারির চোর, তারা সিঙ্গাপুরে ট্রিটমেন্ট করাতে যায়। আর যারা সাধারণ চোর তারা ভারতবর্ষে আসে। সেখানে না আছে ওষুধ, না আছে স্বাস্থ্য পরিষেবার সঠিক কোনো ব্যবস্থা। ম্যালেরিয়া হলেও তারা ভারতে চলে আসে। এই দেশকে কি উন্নত দেশ বলা যায়?
একই সঙ্গে দেবদত্ত মাজি বলেন, বাংলাদেশ কখনো ভারতের বন্ধু হতে পারে না। কোনো দিন যদি বন্ধু হয়, তাহলে সাময়িকভাবে থাকবে, যতক্ষণ তাদের স্বার্থ আছে ততক্ষণ। স্বার্থ ফুরালে তারা ছোবল মারবে। বাংলাদেশ কখনোই ভারতের বন্ধু হতে পারে বলে মনে করি না।
ভারতীয় সেনার বলিদানের ফলে বাংলাদেশ তৈরি হয়েছিল। খান সেনারা লক্ষ লক্ষ হিন্দু বাঙালিকে ধর্ষণ করেছিল, হত্যা করেছিল। মায়েদের সামনে শিশুদের হত্যা করেছিল। এরকম একটা বর্বর পাকিস্তানি সেনার হাত থেকে ভারতীয় সেনা বাংলাদেশকে বাঁচালো। আর তার পরিনাম আজকের ঘটনা ঘটছে। তাই দেবদত্ত মাজির মতে, ভারত যখন বাংলাদেশকে স্বাধীন করল তখনই বাংলাদেশকে টেকওভার করে নেওয়া উচিত ছিল। আর তাদের শর্ত দেওয়া উচিত ছিল, ভারতীয় সংস্কৃতি ও সনাতন সংস্কৃতিকে তাদের মেনে চলতে হবে।
রাজ্যে হুমায়ুন কবিরের উদ্যোগ, বাবরি মসজিদ নির্মাণ প্রসঙ্গে দেবদত্ত বাবু বলেন, পশ্চিমবঙ্গে যদি আবার একটা বাবরি মসজিদ হয়, তা হিন্দুদের জন্য কখনোই ভালো নয়। তাই পশ্চিমবঙ্গে হিন্দুদের এক হয়ে মজবুত থেকে এর বিরুদ্ধে লড়াই জোরদার করা দরকার।

