ডেঙ্গি মোকাবিলায় সক্রিয় বাংলাদেশ: হাছান মামুদ

আমাদের ভারত, কলকাতা, ২৭ জুলাই: বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিকদের মুখোমুখি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড: হাছান মাহমুদ এমপি। সেই অনুষ্ঠানে তিনি বাংলাদেশে ডেঙ্গুর বাড়বাড়ন্ত নিয়ে বক্তব্য রাখেন।

হাছান মাহমুদ বলেন, ‘ঢাকা উত্তরের মেয়র ডেঙ্গি মোকাবিলার জন্য যোগাযোগ করেছেন কলকাতার মেয়রের সঙ্গে, এটা অত্যন্ত সদর্থক দিক। কলকাতায় আপনারা অনেকটাই নিয়ন্ত্রণ করতে পেরেছেন সেখান থেকেই সহযোগিতা পাওয়া এটাই তো বিদেশের সঙ্গে সমঝোতা।

আমি আশা করছি করোনা মহামারীর মতো ডেঙ্গু মোকাবিলা সফলভাবে করতে পারবো।’ উল্লেখ্য, কলকাতার মতো ঢাকায়ও গত শতকের নব্বইয়ের দশকের শেষ দিকে ডেঙ্গু বাড়তে শুরু করে।

চলতি বছরের প্রথম ছয় মাসে ঢাকা ও দেশের অন্যান্য এলাকায় যত ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বা মারা গেছেন, দেশের ইতিহাসে তা সর্বোচ্চ। গত বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে ২৭ হাজার ৫৪৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মোট মারা গেছেন ১৪৬ জন। চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *