আমাদের ভারত, মেদিনীপুর, ৬ ডিসেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি জেলার মত পশ্চিম মেদিনীপুর জেলাতেও শুক্রবার থেকে শুরু হয়েছে তিন দিনের বিশেষ অনুষ্ঠান ও প্রদর্শনী “বাংলা মোদের গর্ব”। মেদিনীপুর শহরের প্রদ্যোত স্মৃতি ভবনে শুক্রবার বিকেল চারটেয় অনুষ্ঠানের সূচনা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিং হাজরা ও সহ-সভাপতি অজিত মাইতি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। তিন দিনের এই বিশেষ অনুষ্ঠান প্রদর্শনীতে রয়েছে ছৌ আদিবাসী ও সমবেত নৃত্য। থাকছে আবৃত্তি বাউল ঝুমুর ও ব্যান্ডের গান এবং ছাত্র ছাত্রীদের বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা। প্রদর্শনীতে রয়েছে রাজ্য সরকারের বিগত ৮ বছরের উন্নয়নের কর্মকান্ডের উপর নির্মিত তথ্যচিত্র। অনুষ্ঠান ও প্রদর্শনী চলবে রবিবার পর্যন্ত।