বনগাঁয় প্রথম শারদ উৎসবের সূচনা খুঁটি পুজোর মাধ্যমে

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৪ জুন: ঢাকে কাঠি পড়ল। জানান দিচ্ছে মা আসছেন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর এই দুর্গোৎসবকে কেন্দ্র করে সেজে ওঠে কলকাতা থেকে শুরু করে বনগাঁ শহর। উৎসব প্রিয় বাঙালি মেতে ওঠে দুর্গোৎসবের আনন্দে। জগন্নাথ দেবের স্নানযাত্রাকে লক্ষ্য করে রবিবার উত্তর ২৪ পরগনার বনগাঁ গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজো হয়। এ বছর তাদের ৭৫ তম বর্ষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁর বিধায়ক অশোক কীর্তনিয়া, এছাড়া এলাকার মহিলা সহ সদস্যরা। ৭৫ বছর উপলক্ষে তাঁদের থিম হবে হংকংয়ের লিজবোয়া প্যালেস। এমনিতেই কলকাতার পর বনগাঁ শহরে দুর্গোউৎসব তাক লাগিয়ে দেয়। কমবেশি ৩০টি ক্লাব বড়বড় পুজো করে শহরে। এর মধ্যে অন্যতম প্রতাপগড় স্পোটিং ক্লাব, শিমুলতলা, কুটিবাড়ি।

ক্লাব সদস্য উদয়ন সাহা সৈকত মিত্ররা জানিয়েছেন, প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে হংকংয়ের লিজবোয়া প্যালেসের আদলে তৈরি হচ্ছে তাঁদের থিম। থাকছে আকর্ষণীয় আলোকসজ্জা। লেজার লাইটের মাধ্যমে সাজিয়ে তোলা হবে তাঁদের মণ্ডব। এছাড়া অসহায় পরিবারদের জন্য নতুন বস্ত্র, পুজোর সাত দিন ধরে তাঁদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *