সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২২ মার্চ: রাস্তার ধারের জঙ্গল থেকে সদ্যোজাত এক শিশু পুত্রকে উদ্ধার করল পুলিশ। সোমবার রাতে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার কালপুর গ্রামপঞ্চায়েত চত্বর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পুলিশ শিশুটিকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করে। শিশুটি এই মুহূর্তে বিপদমুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রের খবর, এদিন রাতে কালুপুর গ্রাম পঞ্চায়েতের সামনে একটি পুত্র সন্তানকে পড়ে থাকতে দেখে ওই এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য উর্মিলা তরফদার। শিশুটিকে রাস্তার ধারের জঙ্গল থেকে উদ্ধার করে বনগাঁ থানায় খবর দিলে বনগাঁ থানার পুলিশ ওই পুত্রসন্তান টিকে উদ্ধার করে বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে ওই পুত্র সন্তান বনগাঁ মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
এই বিষয়ে বনগাঁ মহাকুমা হাসপাতালে সুপার শংকর প্রসাদ মাহাতো বলেন, এই পুত্র সন্তানের আনুমানিক বয়স সাত দিন হবে। সোমবার রাতে বনগাঁ থানার পুলিশ এসে ভর্তি করেছে বর্তমানে সে এসএনসিইউ’তে ভর্তি আছে। তবে এই মুহূর্তে বিপদমুক্ত। শিশুটিকে কে বা কারা ফেলে গেল পুলিশ তদন্ত শুরু করেছে।