সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৮ ডিসেম্বর: ব্যবসায়ীর উপর গুলি চালানোর অভিযোগে বনগাঁ আদালতের এডিজে ২ বিচারক তিন অভিযুক্তের যাবজ্জীবন সাজা ঘোষণা করলো। এছাড়া এই মামলায় আদালতে মিথ্যা সাক্ষী দেওয়ার অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেয় বিচারক।
পুলিশ সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার বনগাঁ থানা এলাকার দেবগরের বাসিন্দা উৎপল বিশ্বাস নামে বনগাঁ পৌরসভার এক ঠিকাদারকে ২০১৬ সালে ব্যবসায়িক কারণে অভিযুক্তদের সঙ্গে বিবাদ বাধলে তার জেরে গুলি চালানোর ঘটনা ঘটে। উৎপল বিশ্বাসের বুক ও হাতে গুলি বিদ্ধ হয়। সে ঘটনায় মূল অভিযুক্ত, রণজিৎ বারুই, সুরেন রায়, দীনেশ মন্ডল নামে তিন ব্যক্তির নামে বনগাঁ থানায় অভিযোগ দায়ের হয়। উৎপল বিশ্বাসের স্ত্রী মৌসুমী বিশ্বাস ঘটনার দিন বনগাঁ থানায় লিখিত অভিযোগ করেন। মামলা রুজু করে পুলিশ।
রণজিৎ বারুই, সুরেন রায়, দীনেশ মন্ডলকে গ্রেফতার করে পরবর্তীতে জামিনে মুক্ত হয় তিন অভিযুক্ত। সম্প্রতি শুনানি শুরু হয়, অভিযুক্তদের হেফাজতে নিয়ে দোষী সাব্যস্ত করে বনগাঁ এডিজে ২ আদালতের বিচারক পরেশ চন্দ্র কর্মকার। তিন অভিযুক্তের যাবজ্জীবন সাজা ঘোষণা করেন। এই মামলায় মিথ্যা সাক্ষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দেয়।