সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১১ জুলাই: রেহাই পেল না গণনার দিনেও। বোমাবাজি, হাতাহাতিতে জড়ালো শাসক থেকে শুরু করে বিরোধী দল। কাউন্টিং সেন্টারের ভেতরেই উত্তেজনায় লাঠিচার্জ পুলিশের। হুড়োহুড়িতে মাথা ফাটল এক ব্যক্তির। ব্যাপক চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ে। বনগাঁ ব্লকের গণনাকেন্দ্র বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের বাইরে ব্যাপক বোমাবাজি চকে। সকাল থেকেই গণনাকেন্দ্রে চরম উত্তেজনা লক্ষ্য করার গিয়েছিল। দফায় দফায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে দেখা যায় ছুটে যেতে।

তৃণমূল নেতা বিশ্বজিৎ দাসের অভিযোগ, ভোট গণনা বানচাল করতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গণনাকেন্দ্রের বাইরে বোমাবাজি করে এবং সেই বোমার আঘাতে গুরুতর আহত হন বনগাঁ ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান প্রসেনজিৎ ঘোষের ছেলে রুদ্রপ্রসাদ ঘোষ।
বিজেপির অভিযোগ, কাউন্টিং সেন্টারে বহিরাগতদের ঢোকাচ্ছে তৃণমূল। আর এই অভিযোগেই তুলকালাম শাসক ও বিরোধীদের মধ্যে। ফলে রণক্ষেত্রের চেহারা নেয় গণনা কেন্দ্রে।
প্রসঙ্গত, সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের ভিড় বনগাঁ কলেজ সংলগ্ন এলাকায়। বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, তৃণমূল হারছে যেনে বেশ কিছু বহিরাগতদের গণনা কেন্দ্রে ঢুকিয়ে বিজেপির এজেন্টদের বের করে দেয়। প্রতিবাদ করতে গেলে বিজেপি কর্মীদের হটাতে বেশ কয়েকটা বোমা ছোড়ে। এটা তৃণমূলের কালচার। মানুষ সব দেখতে পারছে। তারা এর জবাব দেবে।

