নির্বাচনী প্রচার কমিটি তৈরি করে বিধানসভা ভোটের লড়াইয়ে নামছে বঙ্গ বিজেপি

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৩ ডিসেম্বর:
২০২১ এর বিধানসভা ভোটের নির্বাচনী কমিটি তৈরি করল রাজ্য বিজেপি। নির্বাচনী কমিটি তৈরি করার পরেই পুরোপুরি নির্বাচনে ঝাঁপাবে বঙ্গ বিজেপি। দলে নবীন ও প্রবীণ প্রজন্মের প্রতিনিধিদের মেলবন্ধন ঘটিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।

রাজ্য কমিটি তৈরি করার সময় অনেক বিতর্ক তৈরি হয়েছিল। নির্বাচনী কমিটি তৈরি করার সময় প্রথম থেকেই সেই কথা মাথায় রেখেছিলেন বঙ্গ বিজেপি নেতারা। নির্বাচনী কমিটি নিয়ে দলে যাতে নতুন করে অস্বস্তি না হয় তা মাথায় রেখেছিলেন বিজেপি নেতারা।

বঙ্গ বিজেপির নতুন নির্বাচনী কমিটিতে অফিস সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য বিজেপির সহ-সভাপতি প্রতাপ ব্যানার্জিকে। ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি নেতা শিশির বাজোরিয়াকে। দলের রাজনৈতিক রূপরেখা তৈরি করবেন রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। এছাড়াও রাজ্য বিজেপির নির্বাচনী ইশতেহার তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা, বাঁকুড়ার সাংসদ ডঃ সুভাষ সরকার, রন্তিদেব সেনগুপ্ত, রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত, উদ্বাস্তু আন্দোলনের নেতা মোহিত রায় ও দিল্লি নিবাসী অনির্বাণ গাঙ্গুলিকে।

নির্বাচন চলাকালীন দলের পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখবেন বিজেপি নেতা সঞ্জয় সিংহ ও ভারতী ঘোষ। তারা দুজনেই পঞ্চায়েত স্তরে কিভাবে দলীয় প্রচার করা যায় তা নিয়ে রণকৌশল ঠিক করবেন।

দলের অ্যাডমিনিস্ট্রেশন পার্ট দেখবেন প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। রাজ্যের কোথায় কোথায় বড় প্রচার হবে তা দেখার জন্য হুগলীর সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচনের সময় অন্য রাজনৈতিক দলগুলির থেকে যোগদান করানোর জন্য সায়ন্তন বসুকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আগামীকাল থেকেই রাজ্য বিজেপির নতুন নির্বাচনী কমিটি কাজ শুরু করবে। তবে এই নির্বাচনী কমিটি দু-একটি জায়গায় পরিবর্তন হতে পারে বলে রাজ্য বিজেপি সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *