আমাদের ভারত, কলকাতা, ২৯ ডিসেম্বর: বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন উদ্বোধনের আগেই বোলপুর স্টেশনে স্টপেজ দেওয়ার দাবি জানিয়ে রেল মন্ত্রীকে চিঠি দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই দাবি মেনে নিয়ে সূচি প্রকাশ করল রেলমন্ত্রক।
এই ট্রেন নিয়ে রাজ্যবাসীর উত্তেজনা তুঙ্গে। দ্রুতগতির এই ট্রেনে অনেক কম সময়েই হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে যাওয়া যাবে। টিকিটের দাম সাধারণ ট্রেনের থেকে একটু বেশি হলেও কলকাতা থেকে মাত্র ৮ ঘণ্টায় উত্তরবঙ্গে পৌঁছে যাওয়া, কার্যত বাঙালির কাছে স্বপ্ন। সূত্রের খবর, প্রাথমিকভাবে মাঝে দুটি স্টেশনে ট্রেনটি দাঁড়ানোর কথা। মালদহ টাউন এবং বারশই স্টেশনে ট্রেন দাঁড়াবে বলে জানা গিয়েছে। সুকান্তবাবুর দাবি ছিল, বাংলার বহু মানুষ চাইছেন বোলপুরে স্টপেজ দেওয়া হোক।
ছবি: পরীক্ষামূলক যাত্রায় রামপুরহাট স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস।
কয়েক ঘন্টার মধ্যেই রেলমন্ত্রক থেকে জানানো হয়, বোলপুরে দু’ মিনিটের জন্য এই ট্রেন থামবে। সূচি অনুয়ায়ী সকাল ৫টা ৫৫ মিনিটে হাওড়া থেকে ছেড়ে ট্রেনটি বোলপুরে পৌছবে ৭টা ৪৩ মিনিটে। এনজেপি পৌঁছোনোর কথা বেলা ১টা ২৫ মিনিটে। ফিরতি ট্রেন এনজেপি থেকে ছাড়বে বেলা ৩টে ৫ মিনিটে। বোলপুরে আসার কথা রাত ৮টা ২২ মিনিটে। ২ মিনিট সেখানে দাড়িঁয়ে রাত ৮টা ৩৫ মিনিটে হাওড়া আসার কথা।