সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৪ জুলাই: বনভূমি রক্ষা ও বৃক্ষরোপণের আহ্বান জানিয়ে বড়জোড়া শিল্পাঞ্চলে ব্যাপক উৎসাহে শুরু হলো বন মহোৎসব।আজ সকালে বাঁকুড়া উত্তর বন বিভাগের বড়জোড়া রেঞ্জের উদ্যোগে ৭ দিনের বন মহোৎসবের শুভ সূচনা করলেন রেঞ্জ অফিসার ঋত্বিক দে। গাছের উপকারিতা এবং বনাঞ্চল ধংস না করে তা রক্ষা করার আহ্বান জানিয়ে স্কুল পড়ুয়াদের সাথে নিয়ে একটি সচেতনতা র্যালি এলাকা পরিক্রমা করে।
মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই শোভাযাত্রায় অংশ নেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরাও। এরপর বড়জোড়া রেঞ্জ অফিসে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারপর এলাকার মানুষদের বিভিন্ন প্রজাতির গাছের চারা বিলি করা হয় বলে জানান রেঞ্জ অফিসার ঋত্বিক দে।

