পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৫ নভেম্বর: বিধানসভা নির্বাচন কে পাখির চোখ করে সিকিম রাজ্যে বিজেপির নতুন কেন্দ্রীয় পর্যবেক্ষক করা হলো বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে। নতুন দায়িত্ব ঘোষণা হতেই রবিবার তাঁকে বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে সংবর্ধনা দেওয়া হল দলের তরফে।
সম্প্রতি বিভিন্ন রাজ্যে বিজেপির পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। সেই পর্যবেক্ষক নির্বাচনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ থেকে তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সুকান্ত মজুমদার ছাড়াও বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার এবং বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরাকে সরকারি পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। ডঃ সুভাষ সরকারকে ঝাড়খন্ড এবং অনুপম হাজরাকে বিহারের সহকারীপর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে একমাত্র সুকান্ত মজুমদার কে পুরো পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই খুশি দক্ষিণ দিনাজপুরের বিজেপির নেতা কর্মীরা। বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মন সহ অন্যান্য সমস্ত নেতাই সংবর্ধনা জানান তাদের প্রিয় সাংসদকে। আরএসএস ঘনিষ্ঠ সুকান্ত মজুমদারের সাথে কেন্দ্রীয় নেতৃত্বদের অত্যন্ত সুসম্পর্ক ও বিগত একবছরে তার সাংগঠনিক বিচক্ষণতায় বালুরঘাট থেকে সিকিমের পর্যবেক্ষক করা হয়েছে বলেই মনে করছে জেলার রাজনৈতিক মহল।
সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, দল তাঁকে যে দায়িত্ব দিয়েছে তা তিনি গুরুত্বসহকারে পালন করবেন।