আমাদের ভারত, বালুরঘাট, ১০ মার্চ: তৃণমূলকে টেক্কা দিয়ে ভোটের আগেই ভোট প্রচারে নামল বিজেপি। সিএএর সমর্থনে দেওয়াল লিখে বালুরঘাটে পুরভোটের প্রচার শুরু করল গেরুয়া বাহিনী। দোল পূর্ণিমার পুণ্য লগ্নকে সামনে রেখে বালুরঘাট পুরসভা এলাকায় সিএএ’র সমর্থনে প্রচার সারে বিজেপির যুব মোর্চা। একই সাথে পুরভোটের আগে দেওয়াল লিখনের মাধ্যমে নাগরিক সংশোধনী আইনের সমর্থনেও প্রচার সারেন যুব নেতৃত্ব।
এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি অভিষেক সেনগুপ্ত, সাধারণ সম্পাদক অমিত খটিক, কার্যকর্তা সুদর্শন মহন্ত প্রমুখ। নির্বাচন কমিশনের পুরভোটের দিন ঘোষনার আগেই সিএএ ইস্যুতে বিজেপির এই দেওয়াল লিখনের মাধ্যমে ভোটের প্রচার কিছুটা হলেও শাসক দলকে প্রচারে পিছনে ফেললো বলেই মনে করছে জেলার রাজনৈতিক মহল।
বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি অভিষেক সেনগুপ্ত বলেন, শহরে পুরভোটের বাদ্যি বেজে গিয়েছে। নির্বাচন কমিশন কবে দিন ঘোষণা করবে তার দিকে না তাকিয়ে দোল পুর্নিমার শুভ দিন দেখেই সিএএ নিয়ে শহরে ভোটের প্রচারে নেমে পড়েছেন তারা। অশুভ শক্তির বিনাশ ঘটাবার মাধ্যমে পুরবোর্ড দখল করতেই এই শুভ দিনকে কাজে লাগিয়ে মাঠে নেমে পড়েছেন।