পার্থ খাঁড়া, আমাদের ভারত, ২৬ জানুয়ারি: আজ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বালিচক থেকে ডেবরা পর্যন্ত ৬ কিমি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর জেলা নয়, রাজ্যের বাইরে থেকেও অনেক দৌড়বিদ এই ম্যারাথনে অংশগ্রহণ করেন। প্রায় তিন শতাধিক দৌড়বিদ প্রতিযোগিতায় অংশ নেন।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শীতেশ ধাড়া, প্রাক্তন জেলা পরিষদের সদস্য বিবেক মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিধায়ক হুমায়ুন কবির বলেন যে, আজকের নুতন প্রজন্মকে খেলাধূলার প্রতি আগ্ৰহ তৈরি করতে, দেশের প্রতি শ্রদ্ধাশীল হতে, একাকীত্বের জীবন থেকে সামাজিক কর্মকাণ্ডে জড়িত করতে আজকের এই ম্যারাথন দৌড়ের আয়োজন। আগামী দিনে যুব সমাজ যাতে আরও এগিয়ে আসে এই খেলায় তার জন্য চেষ্টা করবো।