আমাদের ভারত, ২১ আগস্ট:ইভিএম নয় তার বদলে ভোট হোক ব্যালেটে। আর ভোট দিতে গিয়ে কোনো ভোটাদাতার করোনা হলে তাকে দিতে হবে জীবন বীমার সুবিধা নির্বাচন কমিশনের কাছে এই দাবি জানিয়েছেন আর জে ডি। নির্বাচন কমিশন করোনা পরিস্থিতিতে সব কটি রাজনৈতিক দলের কাছে বিহারের বিধানসভা নির্বাচন কি ভাবে করা যায় তার পরামর্শ আহ্বান করেছিল। তার পরিপ্রেক্ষিতেই আরজেডি এই দাবি তুলেছে নির্বাচন কমিশনের কাছে। তবে আর জেডি ছাড়াও বিজেপি কংগ্রেস মিম সকলেই কমিশনের কাছে ভিন্ন ভিন্ন একাধিক দাবি জানিয়েছে।
সামনেই বিহারের বিধানসভা নির্বাচন। নির্বাচন কমিশন সেই মতোই কাজ এগোচ্ছে। কিন্তু করোনার মধ্যে নির্বাচন করায় আগেই আপত্তি তুলেছিল আরজেডি।
কিন্তু নির্বাচন কমিশন অক্টোবর-নভেম্বর মাসে নির্বাচন হবে ধরে নিয়েই কাজ এগোচ্ছে। তাই একাধিক রাজনৈতিক দলের কাছ থেকে রাজ্যে কিভাবে ভোট করানো যায় তার পরামর্শ চেয়েছিল নির্বাচন কমিশন। আর তাতে বেশ কিছু আশ্চর্য পরামর্শ দিয়েছেন রাজনৈতিক দলগুলি।
আরজেডি প্রথম থেকেই করোনা পরিস্থিতিতে নির্বাচন করার বিরোধিতা করেছিল। তাই নির্বাচন কমিশন তাদের পরামর্শ চাইলে তারা জানিয়েছে, করোনা পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত ভোট করানো ঠিক হবে না। একই সঙ্গে তাদের দাবি ভোট করাতে হবে ব্যালোটে, ইভিএমে নয়। এছাড়া নির্বাচনের সময় কোন ভোটদাতার যদি করোনা হয় তাহলে তাকে জীবন বীমার সুবিধা দিতে হবে।
বিজেপি নির্বাচন কমিশনের কাছে পরামর্শ দিয়েছে ভোটপ্রচার হোক ভার্চুয়ালি। এতে করোনা সংক্রমনের মোকাবিলা সম্ভব। এছাড়া আর যে বিষয়ে বিজেপি ভোটজোর দিয়েছে তাহলে যদি কোন নেতা জেলে বন্দি থাকে তাকে যেনো ভার্চুয়াল প্রচার করতে না দেওয়া হয়। এক্ষেত্রে বিজেপির লক্ষ্য অবশ্যই লালু প্রসাদ যাদব। তিনি পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেলে রয়েছেন। কিন্তু তার প্রভাব এখনো বিহারে রয়েছে আর সেটাই রুখে দিতে চাইছে পদ্ম শিবির। একইসঙ্গে বিজেপি আরও একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশনে। করোনা সংক্রমণ কথা মাথায় রেখে ভোটারদের কিছু প্রয়োজনীয় জিনিস দেওয়ার অনুমতি দেয়া হয় এবং সেটা যেনো ঘুষ বলে না মনে করা হয়।
এদিকে ভার্চুয়াল প্রচারের বিরোধিতা করেছে কংগ্রেস। তাদের দাবি অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে প্রচার সভা করা হোক। পাশাপাশি বিধানসভা প্রচারে রাজনৈতিক দলগুলিকে ছাড় দেওয়া হোক। কংগ্রেসের আরও দাবি ভোট হোক ব্যালট পেপারে।
অন্যদিকে আসাদুদ্দিন ওয়াইসির দল মিম ভোট কর্মীদের করোনা টেস্ট করানোর দাবি জানিয়েছে এবং ব্যালট পেপারে ভোটের দাবি জানিয়েছে। আগামী বিধানসভা নির্বাচনে ৩২ টি আসনে তারা লড়াই করবে বলে জানা গেছে।

