সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৫ এপ্রিল: কাশ্মীরের পেহেলগাঁও- এ নৃশংস হিন্দু হত্যার প্রতিবাদে আজ বিকেলে বজরং দলের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে।বঙ্গবিদ্যালয় মাঠ থেকে মিছিল শুরু করে মাচানতলা, জিপি সিংহ রোড, বড়বাজার, সুভাষ রোড, বীর সাভারকর সরণি হয়ে মাচানতলা মুক্ত মঞ্চে সমাপ্ত হয়। পাকিস্তান মুর্দাবাদ, ইসলামী সন্ত্রাসীদের কঠোর শাস্তি চাই ইত্যাদি শ্লোগানে গলা মিলিয়ে প্রায় দুই শতাধিক বজরং কর্মী মিছিলে অংশ নেয়।
মাচানতলা মোড়ে পাকিস্তানের পতাকায় আগুন ধরিয়ে বিক্ষোভ দেখানো হয়।বিশ্ব হিন্দু পরিষদের বিভাগীয় কার্যকর্তা রনধীর মুখোপাধ্যায় বলেন, ইসলামী সন্ত্রাস নিয়ে নতুন করে কিছু বলার নেই, বিশ্বের প্রতিটি দেশই আজ ইসলাম সন্ত্রাসবাদের শিকার। ভারত তার বাইরে নয়। বিভিন্ন দেশে সন্ত্রাসীদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে একজোট হয়ে লড়াই করে আর ভারতবর্ষে সেকুলার রাজনৈতিক দলগুলো ভোটের লোভে প্রকারান্তরে মদত দেয়, এই কারণেই ভারতবর্ষে সন্ত্রাসীদের রমরমা। এখানে বেছে বেছে হিন্দুদের হত্যা করা হলেও সেকুলারবাদীরা তা স্বীকার করতে পারে না।সারা ভারতজুড়ে আজ বজরং দলের পক্ষ থেকে পেহেলগাঁও কান্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখানো হচ্ছে।