নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৫ ডিসেম্বর:
বীরবাহাদুর সিংকে খুনের চেষ্টার চক্রান্তকারীদের শাস্তির দাবিতে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিল বজরং দল। বৃহস্পতিবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন বজরং দলের পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল।
বজরং দলের মুখপাত্র সৌরিষ মুখার্জি বলেন, বীরবাহাদুরকে হত্যার চেষ্টার চক্রান্তকারীদের গ্রেফতারের দাবি আমরা জানিয়েছি। এছাড়াও বিশ্ব হিন্দু পরিষদের উপর আক্রমনকারীদের গ্রেফতারের দাবিও জানানো হয়েছে বলে জানান সৌরিষ মুখার্জি। রাজ্যপাল বজরং দলের সকল সদস্যদের কথা মনদিয়ে শুনেছেন বলে দাবি করেন তিনি। এছাড়া সৌরিষ মুখার্জি জানিয়েছেন, বীরবাহাদুর সিংকে হত্যার চেষ্টার চক্রান্তের পিছনে শাসক দলের হাত রয়েছে। তার জন্যই দোষীরা এখনও গ্রেফতার হয়নি বলে অভিযোগ করে বিশ্ব হিন্দু পরিষদের যুব সংগঠন বজরং দল। যদি রাজ্য পুলিশ দোষীদের গ্রেফতার না করে তাহলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে বজরং দল নামবে বলেও জানান সৌরিষ মুখার্জি।
উল্লেখ্য, সোমবার সকালে প্রকাশ্যে গার্ডেনরিচের বন্দর এলাকায় গুলিবিদ্ধ হন বীরবাহাদুর সিং। তিনি পেশায় স্কুল শিক্ষক। তিনি একজন আরএসএস সদস্য।