নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১০ সেপ্টেম্বর: শোভন চট্টোপাধ্যায়ের মান ভাঙাতে বৈশাখী ব্যানার্জিকে রাজ্য কমিটিতে নিল বিজেপি। বৃহস্পতিবার এইকথা জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানান, এদিনের দলের কার্যকারিণী বৈঠকে বৈশাখী ব্যানার্জি রয়েছেন।
প্রসঙ্গত, দুদিন আগে বিজেপির রাজ্য কমিটি ঘোষণা হয়। সেইসময় রাজ্য কমিটিতে জায়গা পাননি শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী ব্যানার্জি। কিন্তু ৪৮ ঘন্টা বাদেই তাকে রাজ্য কমিটিতে আমন্ত্রিত সদস্য হিসেবে নিল রাজ্য বিজেপি। শুধু তাই নয় বন্দরের বাহুবলি নেতা রাকেশ সিংকে রাজ্য কমিটিতে জায়গা দিল রাজ্য বিজেপি। রাজ্য কমিটি নিয়ে দলের মধ্যে বাড়ছিল অসন্তোষ। শোভন চট্টোপাধ্যায় নিজেই বৈশাখীর জায়গা না হওয়ায় অসন্তুষ্ট ছিলেন। তাকে ধরে রাখতে চাইছেন দলের কেন্দ্রীয় নেতারা। কেন্দ্রীয় নেতারাও বুঝতে পারছিলেন বৈশাখী ব্যানার্জি বিজেপিতে জায়গা না দিলে শোভন চট্টোপাধ্যায়ের মন গলানো অসম্ভব। শেষ পর্যন্ত শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবীকে দলে জায়গা দিয়েই তাকে দলে ধরে রাখতে চাইল বিজেপি।