Army, Actres, অভিনেত্রীর গাড়ির ওপর চড়াও হওয়ার দায়ে অভিযুক্ত সেনা অফিসারের জামিন

আমাদের ভারত, ২৪ আগস্ট: শনিবার আলিপুর আদালতে অন্তর্বর্তী জামিন দেওয়া হলো অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের গাড়ির ওপর চড়াও হওয়ার দায়ে অভিযুক্ত সেনা অফিসারকে।

দক্ষিণ কলকাতায় লেক অ্যাভিনিউয়ে অভিনেত্রীর গাড়িতে হামলা ও ভাঙ্গচুরের ঘটনায় সেখান থেকেই শুক্রবার গ্রেফতার করা হয়েছিল অভিযুক্ত সেনা অফিসারকে।
অভিনেত্রীর দাবি ছিল, অভিযুক্তর মোটরবাইকের সঙ্গে ধাক্কা লাগে তাঁর গাড়ির। অভিযোগ, এরপরই বাইক আরোহী রাস্তা আটকে অভিনেত্রীর গাড়ির ওপর চড়াও হন। ঘুসি মেরে ভেঙ্গে দেওয়া হয় গাড়ির কাঁচ। এক্স হ্যান্ডলে কলকাতা পুলিশ জানায়, ঘটনাস্থল থেকেই অভিযুক্ত বাইক আরোহীকে গ্রেফতার করা হয়। 

অভিযুক্ত সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসার। তিনি আলিপুরের কমান্ড হাসপাতালে কর্মরত। অভিনেত্রীর বিরুদ্ধেও বাইকে ধাক্কা মারার পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল সন্ধ্যায় অভিনেত্রী গাড়ি থেকে না নামায় চড়াও, গাড়ির কাঁচ ভেঙ্গে দেওয়ার অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে। আলিপুর আদালতে ধৃত সেনা অফিসারের ৪ সেপ্টেম্বর ফের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর নিজের সামাজিক মাধ্যম থেকে লাইভ করে গোটা ঘটনার বিবরণ দেন অভিনেত্রী পায়েল। তিনি বলেন, ‘আমি লাইভে সেভাবে আসি না। আজ একটা জিনিস দেখাতে লাইভে এলাম। অভিযুক্তকেও আমি দেখাব। বেপরোয়া গাড়ি চালিয়ে কী করেছে দেখাব। একটি বাইক আমার গাড়িতে ধাক্কা মারে। আমি গাড়ি চালাচ্ছিলাম। তারপর আমার গাড়ির দরজার কাঁচে টোকা মারে। আমি একটু কাঁচ নামাই। আমায় দরজা খুলতে বলে। আমি নিরাপত্তার ভয়ে দরজা খুলিনি। তারপর সাদার্ন অ্যাভিনিউয়ে এসে ঘুষি মেরে আমার গাড়ির কাঁচ ভেঙ্গে দেয়।’

পায়েল অভিযোগ করেন, ‘আমার গোটা শরীরে কাঁচের টুকরো লাগে। পুলিশ এসে উদ্ধার না করলে বেরতেও পারব না। কলকাতা শহরে এটাই মেয়েদের নিরাপত্তার অবস্থা।’ আর জি কর কাণ্ডে যখন তোলপাড় গোটা রাজ্য, দেশ, সেই আবহেই অভিনেত্রীর হেনস্থার অভিযোগে পুলিশ নড়েচড়ে বসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *