বড়সড় নাশকতার ছক! দিল্লিতে ফের উদ্ধার বিস্ফোরক ভর্তি ব্যাগ

আমাদের ভারত, ১৭ ফেব্রুয়ারি: বড়সড় বিস্ফোরণের ঘটনা থেকে রক্ষা পেল দিল্লি। দুটি ভিন্ন এলাকা থেকে দুটি শক্তিশালী বিস্ফোরক ভর্তি ব্যাগ উদ্ধার করল পুলিশ। আইডি ভর্তি দুটি ব্যাগ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশি তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গেল দিল্লির সীমাপুরি ও শাহদারা এলাকায়।

গোটা ঘটনার জন্য এনএসজিকে তলব করা হয়। দিল্লি পুলিশের স্পেশাল সেলের তরফে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে বলে জানানো হয়েছে।‌পুলিশ সূত্রে খবর, দুপুর দুটো পনেরো নাগাদ পুলিশের কাছে একটি ফোন আসে। হুমকির ওই কল আসতেই তল্লাশি শুরু করে পুলিশ। একটি পরিত্যক্ত বাড়িতে ব্যাগ দেখতে পাওয়া যায়। সেটি পরীক্ষা করতেই দেখা যায় যে বিস্ফোরক ভর্তি। এরপর আরও একটি কল আসে। সেই অনুযায়ী তল্লাশি করতেই নিউ সীমাপুরি থেকে উদ্ধার হয় আরও একটি আইইডি ভর্তি ব্যাগ।

এই ঘটনার পরই গোটা এলাকায় ফাঁকা করে দেওয়া হয়। বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়। তবে কীভাবে ওই বাড়িটিতে বিস্ফোরক এলো তা খতিয়ে দেখা হচ্ছে।

শাহদোরার যে বাড়িতে আইইডি মিলেছে সেটি কাসিম নামে এক ব্যক্তির। পেশায় তিনি একজন কন্ট্রাক্টার। তিনি জানিয়েছেন সম্প্রতি তার বাবা মারা গিয়েছেন, তিনি বাড়িটি ভাড়া দিয়েছিলেন। তিন চার জন ব্যক্তি বাড়িতে ভাড়া এসেছিল কিন্তু আচমকাই সেখান থেকে গা ঢাকা দেয় তারা।‌ এরা সকলে কোন নাশকতামূলক চক্রের সঙ্গে জড়িত ছিল বলে মনে করা হচ্ছে।

এই ঘটনার পর গোটা দিল্লি জুড়ে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। দিন কয়েক আগেও একই ভাবে দিল্লির একটি বাজারে বিস্ফোরক ভর্তি ব্যাগ উদ্ধার হয়েছিল। দিল্লির গাজীপুর ফুলের মার্কেট এই ঘটনা ঘটেছিল। একেবারে ফুল বাজারের মাঝখান থেকে ব্যাগভর্তি বিস্ফোরক আইইডি পাওয়া গিয়েছিল। সেখান থেকে প্রায় তিন কেজি বিস্ফোরক উদ্ধার হয়। এই ঘটনার সঙ্গে সীমাপুরি এবং শাহদোরার ঘটনার কোন মিল আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *