বিজেপির ডাকা বনধে বাগনানে বিক্ষিপ্ত অশান্তি, গ্রেফতার ৬ বিজেপি নেতা ও কর্মী

আমাদের ভারত, হাওড়া, ২৯ অক্টোবর: কয়েকটি বিক্ষিপ্ত অশান্তি ছাড়া বাগনানের বিজেপি নেতা কিঙ্কর মাজী (৫২) কে গুলি করে খুনের অভিযোগে বৃহস্পতিবার বিজেপির ডাকা ১২ ঘন্টা বাগনান বনধ মোটামুটি শান্তিপূর্ণ ভাবে মিটল। যদিও এদিন বনধে অশান্তি পাকানোর লক্ষ্যে বোমা মজুত করার অভিযোগে পুলিশ ৬ বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার বিজেপির ডাকা বাগনান বনধে অশান্তি এড়াতে এদিন সকাল থেকেই কার্যত বাগনান শহরের দখল নিয়েছিল পুলিশ। রাস্তায় বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ মোতায়ন ছাড়াও র‍্যাফ ও কমব্যাট ফোর্স নামানো হয়েছিল। প্রস্তুত রাখা হয়েছিল জল কামান। এদিকে সকালে বনধ সমর্থনে বিজেপি কর্মীদের রাস্তায় না দেখা গেলেও বনধ ব্যর্থ করার জন্য রাস্তায় নেমেছিল তৃণমূল কংগ্রেস। বাগনানের বিধায়ক অরুণাভ সেনের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রতিবাদ মিছিল করে বাগনান শহরে।

অন্যদিকে পুলিশের নির্দেশ অমান্য করে এবং কোভিড প্রটোকল না মেনে রথতলায় বিজেপি কর্মীরা জমায়েত করায় পুলিশ বিজেপি কর্মীদের হঠাতে যায়। অভিযোগ সেই সময় বিজেপি নেতা কর্মীরা পুলিশকে বাধা দেয় পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের হটানোর সময় বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করে। ঘটনায় পুলিশ ৬ বিজেপি নেতা কর্মীকে গ্রেফতার করে।

এদিকে মৃত বিজেপি নেতার পরিবারের সঙ্গে দেখা করতে এবং ধৃত বিজেপি নেতা কর্মীদের মুক্তি দেওয়ার জন্য ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি সাংসদ সৌমিত্র খাঁ বাগনানে আসার সময় ১৬ নং জাতীয় সড়কে লাইব্রেরী মোড়ের কাছে পুলিশ তাকে বাধা দেয়। বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে বাদানুবাদ করার পর সাংসদ বাগনান থানায় আসেন। এদিকে বিজেপি সাংসদ থানায় আসার পরেই নতুন করে উত্তেজনা ছড়ায় বাগনানে। বিজেপি নেতা কর্মীরা থানার সামনে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। পরে তারা থানায় ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এবং পরে লাঠি উঁচিয়ে তাদের তাড়া করে হঠিয়ে দেয়।

অন্যদিকে থানা থেকে বেরিয়ে সৌমিত্র খাঁ মৃত বিজেপি নেতার বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে তিনি পরিবারের সদস্যদের নিয়ে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপারের অফিসে আসেন। পরে সৌমিত্র খাঁ বলেন বাগনানের ঘটনার প্রতিবাদে শুক্রবার রাজ্য জুড়ে এবং আগামী তিনদিন হাওড়া জেলা জুড়ে বিভিন্ন থানার সামনে বিজেপি নেতা কর্মীরা অবস্থান বিক্ষোভে সামিল হবেন। বাগনানের বিষয়টি রাজ্যপালকে জানানোর পাশাপাশি বাগনান থানার আইসির বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন সাংসদ সৌমিত্র খাঁ।

অন্যদিকে বিজেপির ডাকা বনধ ব্যর্থ হওয়ায়
বাগনানবাসীকে ধন্যবাদ জানান, বাগনানের বিধায়ক অরুনাভ সেন। তিনি বলেন, ঘটনার মূল অভিযুক্ত পরিতোষ মাজীর সঙ্গে কিঙ্কর মাজীর দীর্ঘদিন ধরে একটি সম্পত্তিগত বিবাদ চলছিল। এটা তার ফল ‌বিধায়ক অরুনাভ সেন অভিযোগ করেন একটি মৃত্যুকে নিয়ে বিজেপি রাজনীতি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *